কেন ছেলের খেলা দেখেন না টেন্ডুলকার!
প্রথম নিউজ, ডেস্ক : শচীন টেন্ডুলকারকে ক্রিকেট ইতিহাসের জীবন্ত নক্ষত্র। ৫ ফুট ৫ ইঞ্চির এই ভারতীয় তারকার অনেক বিশেষণ। কেউ তাকে মাস্টার ব্লাস্টার বলেন, কেউ বলেন লিটল মাস্টার, ভারতীয়রা তাকে তেন্ডলয়া বলে ডাকে।
টেস্ট ও একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চসংখ্যক শতকের অধিকারী এ কিংবদন্তির ছেলে অর্জুন টেন্ডুলকার অবশ্য বাবার মতো ঝলক দেখাতে পারছে না।
জাতীয় দলে এখনো ঠাঁই হচ্ছে না বাঁহাতি পেস-অলরাউন্ডারের। ভারতের জমজমাট ফ্রাঞ্চাইজি লিগ আইপিএলেও কদর নেই তার।
জানা গেছে, ছেলে অর্জুনের খেলা দেখতে কখনও স্টেডিয়ামে যান না টেন্ডুলকার।
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের অনুষ্ঠান ‘ইন ডেপথ’-এ ভারতের কিংবদন্তিকে পেয়ে এ প্রশ্ন করেন মার্কিন সাংবাদিক গ্রাহাম বেনসিঙ্গার।
অর্জুনের খেলা দেখতে কখনো স্টেডিয়ামে যান না কেন?
সহাস্যে টেন্ডুলকার জানান, ছেলে যেন চাপমুক্ত হয়ে খেলতে পারে তাই এ কাজটি করেন তিনি।
শচীন টেন্ডুলকার বলেন, ‘বাবারা কিংবা মায়েরা সাধারণত নিজের সন্তানকে ক্রিকেট খেলতে দেখলে তারা চাপে পড়ে যায়। সে কারণে আমি অর্জুনের খেলা দেখতে যাই না। আমি চাই ও নিজের মতো করে খেলাটার প্রেমে পড়ুক, যেটা করতে চায় সেটা নিয়ে এগিয়ে যাক। আমি চাই ওর পুরো মনোযোগ ওর খেলাতেই থাকুক।’
নিজের প্রসঙ্গ টেনে ফের লিটল মাস্টার বলেন, ‘আমি নিজেও চাইতাম না পরিবারের কেউ আমার খেলা দেখতে আসুক। তাই কখনো ওর (অর্জুন) খেলা দেখতে গেলেও আমি লুকিয়ে লুকিয়ে যাই, ও জানতেও পারে না যে আমি গেছি। এমনকি ওর কোচরাও জানতে পারেন না।’
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: