কাদের মোল্লা ও সাঈদীর বিচার সঠিক হয়নি: ডা. জাফরুল্লাহ
তিনি বলেন, আপনি (শেখ হাসিনা)বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটকে রেখেছেন। এটাও ঠিক না।
প্রথম নিউজ, ঢাকা: মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত আব্দুল কাদের মোল্লা, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এই দুইজনের বিচার সঠিক হয়নি বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, এজন্য আপনি (প্রধানমন্ত্রী) যতটা দায়ী তার চেয়ে বিচারকরা বেশি দায়ী।
আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপ) এর উদ্যোগে রাজবন্দীর মুক্তি দাও শীর্ষক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে জাফরুল্লাহ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী আপনি কিছু কিছু ভালো কাজ করেছেন যেমন মানবতা বিরোধী অপরাধীদের বিচার করেছেন। কিন্তু এখানে দুইটা কাজ ভুল করেছেন। একটা হল আব্দুল কাদের মোল্লা, আরেকটা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর এই দুইজনের বিচারটা সঠিক হয়নি। এজন্য আপনি যতটা দায়ী তার চেয়ে বিচারকরা বেশি দায়ী।
তিনি বলেন, আব্দুল কাদের যাকে কসাই কাদের বলে ফাঁসি দিয়েছেন। তিনি ছাত্র ইউনিয়ন করতেন। এখনো মতিয়া চৌধুরী, নাহিদ বেঁচে আছেন তাদের সাক্ষী হিসেবে চেয়েছিলেন কিন্তু বিচারক তোদের ডাকেননি। বঙ্গবন্ধুর সময়ে তিনি (আব্দুল কাদের) ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের সদস্য ছিলেন এরকম একজন ব্যক্তিকে বিচার না করে শুধু জোয়ারের পানিতে নৌকা ভাসিয়ে ফাঁসি দেওয়া ঠিক হয়নি।
তিনি আরও বলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আমার প্রিয় মানুষ না। কিন্তু তাকে অভিযোগ করা হয়েছে হুমায়ূন আহমেদের বাবা পুলিশ অফিসারকে হত্যা করেছে। কিন্তু হুমায়ূন আহমেদের মা একটা বই লিখেছেন। তিনি দেলোয়ার হোসেন সাঈদীকে অভিযুক্ত করেন নাই। সুতরাং তিনি এখনও জেলে আছেন। এটা খুবই খারাপ কাজ। যেমন ভাবে আপনি (শেখ হাসিনা)বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটকে রেখেছেন। এটাও ঠিক না।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, শুধু তাই নয় আলেম-ওলামা, মামুনুল হক বাদে যাদেরকে আটক করে রেখেছেন তারাও নির্দোষ। আলেম সমাজের উদ্দেশ্যে তিনি বলেন, আজ আলেম সমাজরা রাস্তায় নামেন না। তারা যদি রাস্তায় নামেন তাহলে আমিও তাদের সাথে থাকবো।
তিনি বলেন, জনগণের মধ্যে প্রচলিত আছে গত কয়েক বছরে লবিস্ট এর জন্য জয় ৯ মিলিয়ন ডলার খরচ করেছে এর উত্তর সরকারকে দেওয়া উচিত। এছাড়াও তথ্য উপদেষ্টা হিসেবে তিনি মাসে দেড় বিলিয়ন ডলার ভাতা পেয়ে থাকেন এটা সত্য কিনা এটাও পরিষ্কার করা উচিত সরকারের।
তিনি আরও বলেন, আমাদের যে সেলফোন আছে তা থেকে সরকারের যা আয় হয়। সেখান থেকে সাড়ে সাত পার্সেন্ট ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট সার্ভিস পায়। যার প্রধান বাংলাদেশ হলেন এফ সালমান রহমান এবং আমেরিকায় হলেন জয়। এটা সত্য কিনা? সরকারের উচিত এটা সত্য কিনা তা প্রকাশ করা।
ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপির) চেয়ারম্যান কে এম আবু তাহেরের সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ, কল্যাণ পার্টির চেয়ারম্যান জেনারেল ইব্রাহিম, গণফোরামের মহাসচিব শ্রভ্রত চৌধুরী, সাবেক ভিপি নূরুল হক নূর প্রমুখ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: