কদমতলীতে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা
প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর কদমতলীতে পারিবারিক কলহের জেরে রুপা আক্তার (১৮) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
রবিবার (৬ আগষ্ট) ভোরে মুজাহিদ নগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রুপা আক্তারের বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানার চরসোলেমান গ্রামে। মুজাহিদ নগর এলাকায় ভাড়া বাসায় থাকতেন এ দম্পতি।
নিহত রুপা আক্তারের স্বামী মো রায়হান বলেন, রাতে পারিবারিক বিষয় নিয়ে আমাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে দুজন ঘুমিয়ে পড়ি। ভোরে ঘুম থেকে উঠে দেখি আমার স্ত্রী পাশের রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আমার স্ত্রীর সঙ্গে এতো কঠিন কোনও বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়নি যে আত্মহত্যা করতে হবে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলী থানাকে জানানো হয়েছে। তারা ঘটনাটি তদন্ত করছে।