কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব: ৫৫ হাজার কর্মী ছাঁটাই করবে টেলিকম সংস্থা বিটি
এরইমধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে বিশ্বজুড়ে চাকরি হারানোর বহু খবর আসতে শুরু করেছে। সর্বশেষ সেই দলে যোগ দিলো বৃটেনের বিখ্যাত টেলিকম জায়ান্ট বিটি গ্রুপ।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: আগে থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তার নেতিবাচক প্রভাব নিয়ে নানা আশঙ্কার কথা শোনা যাচ্ছিল। অবশেষে তা এখন বাস্তবেও দেখা যাচ্ছে। এরইমধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে বিশ্বজুড়ে চাকরি হারানোর বহু খবর আসতে শুরু করেছে। সর্বশেষ সেই দলে যোগ দিলো বৃটেনের বিখ্যাত টেলিকম জায়ান্ট বিটি গ্রুপ। সংস্থাটি জানিয়েছে, আগামী ২০৩০ সালের মধ্যে তাদের সংস্থা থেকে ৪০ হাজার থেকে ৫৫ হাজারের মতো কর্মী ছাঁটাই করতে যাচ্ছেন তারা। আর এই কর্মীর ঘাটতি তারা পূরণ করবে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে। বার্তা সংস্থা এপি জানিয়েছে, টেলিকম দুনিয়ায় বিখ্যাত এই কোম্পানিতে প্রায় এক লাখ ৩০ হাজার কর্মচারী কাজ করেন।
তবে ২০৩০ সালের মধ্যে সেই সংখ্যা ৯৫ হাজার থেকে ৭৫ হাজারে নামিয়ে আনার ঘোষণা দিয়েছে বিটি গ্রুপ। অর্থাৎ, আগামী পাঁচ থেকে সাত বছরের মধ্যে তারা ৫৫ হাজার কর্মীকে ছাঁটাই করতে চলেছে। ৪০ শতাংশ কর্মীর চাকরিই চলে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে।
এ প্রসঙ্গে কোম্পানির প্রধান নির্বাহী ফিলিপ জনসেন জানান, অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানির টেকনোলজিক্যাল টান্সফর্মেশন প্ল্যানের একটি গুরুত্বপূর্ণ অংশ। ফাইবার নেটওয়ার্কের কাজ শেষ করা, ক্রিয়াকলাপগুলোকে ডিজিটালাইজ করা, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করার পর প্রতিষ্ঠানটির আরও কম কর্মীর প্রয়োজন হবে। ২০২০-এর দশকের শেষ নাগাদ খরচও অনেক কমে আসবে।
টেক এবং টেলিকম কোম্পানিগুলিতে এমন ছাঁটাই এর আগে থেকেই শুরু হয়েছে। বৃটেন বর্তমানে অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বাড়ছে মুদ্রাস্ফীতিও। ফলে বৃটেনভিত্তিক ভোডাফোনও কয়েক দিন আগে ১১ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়।