কোটি টাকার আইস-ইয়াবাসহ জামাই-শাশুড়ি আটক
বৃহস্পতিবার সকালে তাদেরকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর
প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে প্রায় এক কোটি টাকার আইস (২৭০ গ্রাম) ও ইয়াবাসহ এক নারী ও তার মেয়ের জামাইকে আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে তাদেরকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। আটকরা হলেন- আরাফা আক্তার ও তার জামাতা রবিন।
অধিদফতরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে সন্ধ্যায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews