ওএমএস: ১৮ ঘণ্টা অপেক্ষার পর কেউ পেলেন চাল, কেউ আটা
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আরামবাগ মহল্লায় মাজিয়া বেগমের (৭০) বাড়ি গিয়ে এ তথ্য জানা গেল।
প্রথম নিউজ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামবাগ মহল্লায় ওএমএসের চাল-আটা নিতে নারীদের মধ্যে কেউ কেউ ১৮ ঘণ্টা অপেক্ষার পর (বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত) পেলেন শুধু আটা। চাল না পেয়ে কষ্ট নিয়েই বাড়ি ফিরেছেন অনেকে। অনেকে আবার চাল বা আটা কোনোটাই পাননি।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আরামবাগ মহল্লায় মাজিয়া বেগমের (৭০) বাড়ি গিয়ে এ তথ্য জানা গেল। তিনি বলেন, ‘আগের দিন বিক্যাল থাইক্যা লাইনে দাঁড়ালছিনু। সারারাত জাইগ্যা মশার কামড় খাইয়্যা পরদিন দুপুর ১২টার দিকে পাঁচ কেজি আটা পাইয়্যাছি। চাল পাইনি। যারা আগেই লাইনে ছিল, তারা কেহু কেহু চাল-আটা দুটাই প্যাইয়্যাছে। বাড়িতে বেটির্যা জালসা শুনতে আসবে। তাই এ আটার মধ্যে থাইক্যা আরেকজনকে আড়াই কেজি আটা দিয়্যা আড়াই কেজি চাল বদলাইয়্যা লিয়্যাছি। এতে দুদিন চালাইতে হবে।’
পাঁচ কেজি আটা পেলেও চাল পাননি বলে জানান আয়েসা বেগম (৩৮) ও খোতেজা বেগম (৫৫)। তবে রোকেয়া বেগম বলেন, ‘আগের দিন রাত তিনটের সময় গেছিনু। কিন্তু ভিড়বো ভিড়বো হয়্যাছে এ সময় বন্ধ হয়্যা গেলো। বললো, আইজ আর লয়, আর একদিন আইসো।’
ওই সময় সেখানে থাকা ইদন বেগম (৬৫) বলেন, ‘রাত জাগতে পারি না। সকালে য্যায়া একদিনও পাইনি। তবে আজাইপুর মহল্লার মতিয়ারা বেগম (৬৫) বলেন, ‘হামি লাইনের গোড়ার দিকে থাকার লাইগ্যা চাল ও আটা দুটাই পাইয়্যাছি। কিন্তু বেশির ভাগই কেহু চাল, কেহু আটা পাইয়্যাছে। আবার অনেকে কোনোটায় পায়নি।’
আরামবাগ মহল্লার ওএমএস ডিলার নুরুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার লাইনের প্রথম দিকে যাঁরা ছিলেন, তাঁদের অল্প কিছু লোককে চাল ও আটা দিতে পেরেছেন। অনেককে বলে কাউকে শুধু আটা বা চাল দিয়ে মানিয়েছেন। আবার অনেককে দিতে পারেননি।
প্রসঙ্গত, আরামবাগ মহল্লায় কাঁসা-পিতলশিল্পের শ্রমিকদের বসবাস বেশি। গত বৃহস্পতিবার সকাল নয়টায় ওই মহল্লায় ওএমএসের চাল-আটা বিক্রি করার কথা। তা কিনতে স্বল্প আয়ের মানুষ বুধবার বিকেল থেকে লাইনে দাঁড়ান। শীতের মধ্যে সারা রাত লাইনে থেকে সকালে নানা ঝক্কিঝামেলার পর সরকার নির্ধারিত ৩০ টাকা কেজি দরে চাল ও ২৪ টাকা কেজি দরে আটা কেনেন তাঁরা। নারীরা আগের দিন বিকেলে বা রাতে ওএমএসের লাইনে এসে দাঁড়াচ্ছেন।
বুধবার রাত সোয়া ১০টার দিকে আরামবাগ মহল্লায় গিয়ে ওএমএস ডিলার নুরুল ইসলামের গুদামের দেয়ালে পিঠ ঠেকিয়ে রাস্তার ওপর খোলা জায়গায় বসে বিভিন্ন বয়সী নারীদের বসে থাকতে দেখা গিয়েছিল। শীত মোকাবিলায় তাঁরা গা ঘেঁষাঘেঁষি করে বসে ছিলেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews