ওএমএসের বিশেষ ১০ ট্রাকসেল চলবে
প্যাকেট আটার বিক্রি মূল্যবৃদ্ধি এবং ডিলার পরিচালন ব্যয় বৃদ্ধির আপাতত কোনো সুযোগ নেই
প্রথম নিউজ, ঢাকা: করোনাকালে বিশেষ বিবেচনায় ঢাকায় অনুমোদিত ১০টি ট্রাকসেল নিয়মিত ওএমএস কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে সাধারণ ১০টি ট্রাকসেলের পাশাপাশি বিশেষ ১০টি ট্রাকেসেলেও ওএমএস কার্যক্রম চলবে।
এছাড়া খাদ্য অধিদপ্তরের দুই কেজির প্যাকেট আটার দাম বাড়ানোর প্রস্তাবও নাকচ করে দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
এ সংক্রান্ত প্রস্তাবের চিঠির জবাবে বুধবার (৩ নভেম্বর) খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে এ কথা জানিয়েছে মন্ত্রণালয়। বর্তমানে খাদ্য অধিদপ্তরের দুই কেজির প্যাকেট আটার দাম ৪৩ টাকা।
চিঠিতে বলা হয়, ঢাকা মহানগরে চলমান ওএমএস কার্যক্রমে ২০টি ট্রাকসেলে খাদ্যশস্য বিক্রয় অব্যাহত রেখে দুই কেজির প্যাকেট আটার মূল্য বাড়ানোসহ আটার বরাদ্দ বাড়ানোর জন্য খাদ্য অধিদপ্তর থেকে প্রস্তাব করা হয়েছে। সার্বিক বিবেচনায় এ বিষয়ে নিম্নোক্ত সিদ্ধান্ত প্রদান করা হলো—
>ঢাকা মহানগরের জনগোষ্ঠীর চাহিদা মেটাতে পূর্বের ১০টি ট্রাকসেলের পাশাপাশি করোনাকালীন বিশেষ বিবেচনায় অনুমোদিত ১০টি ট্রাকসেল বর্তমানে করোনা পরিস্থিতির সঙ্গে সম্পৃক্ত না রেখে নিয়মিত ওএমএস-এ অন্তর্ভুক্ত করা হলো। তবে ২০টি ট্রাকের প্রতি সপ্তাহের বিতরণের স্থানের তালিকা অগ্রিম প্রদান করতে হবে।
>এ ২০টি ট্রাকসেলে প্রতি কার্যদিবসে দুই মেট্রিক টন করে সাধারণ চাল, এক মেট্রিক টন আতপ চাল এবং এক মেট্রিক টন করে আটা বিক্রির অনুমোদন প্রদান করা হলো।
>প্যাকেট আটার বিক্রি মূল্যবৃদ্ধি এবং ডিলার পরিচালন ব্যয় বৃদ্ধির আপাতত কোনো সুযোগ নেই মর্মে জানানো হলো।
এমতাবস্থায়, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে অনুরোধ জানানো হয় চিঠিতে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: