এসএসসি পরীক্ষায় ফেল করায় স্কুলছাত্রীর আত্মহত্যা

শুক্রবার (২৮ জুলাই) রাত সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাহিনুর মারা যায়।

এসএসসি পরীক্ষায় ফেল করায় স্কুলছাত্রীর আত্মহত্যা

প্রথম নিউজ, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় এসএসসি পরীক্ষায় ফেল করায় শারমিন আক্তার মাহিনুর (১৭) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। শুক্রবার (২৮ জুলাই) রাত সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাহিনুর মারা যায়।

শারমিন আক্তার মাহিনুর উপজেলার চাতলপাড় ইউনিয়নের রতনপুর গ্রামের জীবু মিয়ার মেয়ে৷ মাহিনুর চাতলপাড় ওয়াছ উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে মানবিক শাখা থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল।

মাহিনুরের চাচা খসরু মিয়া জানান, শুক্রবার দুপুরে চাতলপাড় ওয়াছ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে এসএসসির রেজাল্টের তালিকা আসলে জানতে পারে মাহিনুর অকৃতকার্য হয়েছে। বিষয়টি সে মানতে পারেনি। তারপর সন্ধ্যার দিকে পরিবারের সবার অগোচরে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে ফেলে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল নিয়ে ভর্তি করলে রাত সাড়ে ১১টার দিকে মাহিনুর মারা যান।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।