এশিয়া কাপের সেমিতে খেলতে যা করতে হবে বাংলাদেশকে
প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক: হার দিয়ে শুরু করা ইমার্জিং এশিয়া কাপে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ 'এ' দল। প্রথম দুই ম্যাচে এক জয় ও এক হারে আসরে এখনও টিকে আছে টাইগাররা। এমনকি সেমি ফাইনালে খেলার বড় সম্ভাবনাও আছে তাদের। তবে নকআউট পর্বে পা রাখতে আজ আফগানিস্তান 'এ' দলের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের।
ইমার্জিং এশিয়া কাপে দুই গ্রুপে ভাগ হয়ে লড়ছে আট দল। যেখানে গ্রুপ 'এ' হয়ে ওঠেছে গ্রুপ অব ডেথ। মূলত বাংলাদেশ 'এ', শ্রীলঙ্কা 'এ' ও আফগানিস্তান 'এ' দলের মধ্যে লড়াইটা হচ্ছে। সেমির লড়াইয়ে টিকে থাকতে আজ এই তিন দলই মাঠে নেমেছে। আফগানিস্তানের বিপক্ষে যদি বাংলাদেশ হেরে যায় তাহলে ওমানের বিপক্ষে জিতলেই সেমিতে পা রাখবে লঙ্কানরা। পাশাপাশি এই গ্রুপ থেকে নকআউটে তাদের সঙ্গী হবে আফগানিস্তান।
তবে আফগানিস্তানের বিপক্ষে যদি বাংলাদেশ ১ রানের ব্যবধানেও জয় পায় তাহলে শ্রীলঙ্কাকে সেমিতে যেতে অন্তত ৪৬ রানের ব্যবধানে ওমানকে হারাতে হবে। তার মানে বাংলাদেশ যত রানের ব্যবধানে আফগানিস্তানকে হারাবে তার থেকে অন্তত ৪৫ রানের বেশি ব্যবধানে ওমানের বিপক্ষে লঙ্কানদের জিততে হবে। আর যদি ওমানের বিপক্ষে শ্রীলঙ্কা হারে তাহলে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে জিতলেই সেমিতে চলে যাবে। এমনকি হারলেও রান রেটের ব্যবধানে সেমিতে যাওয়ার সুযোগ থাকবে। তবে সেই সম্ভাবনা খুবই কম। কারণ শক্তিমত্তার বিচারে ওমানের থেকে অনেক এগিয়ে স্বাগতিকরা।
সেমি ফাইনাল নিশ্চিতের এই লড়াইয়ে ইতোমধ্যেই মাঠে নেমেছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩০৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করেছে আফগানিস্তান। আরেক ম্যাচে এখনও পর্যন্ত ওমানের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমে ৩৭ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা।