সিলেটে ১২৫ বস্তা ভারতীয় চিনিসহ যুবক আটক
আটক রাশেদুল হক শিপু নগরীর ৪১নং ওয়ার্ডের মোগলাবাজার পশ্চিমভাগ এলাকার মৃত শহিদুর রহমানের ছেলে।
প্রথম নিউজ, সিলেট: সিলেটে প্রায় আট লাখ টাকা মূল্যের ১২৫ বস্তা ভারতীয় চোরাই চিনিসহ রাশেদুল হক শিপু (৩৮) নামের এক যুবককে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। সোমবার (১৭ জুলাই) সন্ধ্যায় সিলেট নগরীর দক্ষিণ কুশিঘাট বাজারের পাশ থেকে তাকে আটক করা হয়।
আটক রাশেদুল হক শিপু নগরীর ৪১নং ওয়ার্ডের মোগলাবাজার পশ্চিমভাগ এলাকার মৃত শহিদুর রহমানের ছেলে।
মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করে এসএমপির মোগলাবাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাঈন উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, ১২৫ বস্তা চিনিসহ রাশেদুল হক শিপুকে আটক করা হয়েছে। এই ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হবে।