এফসিপির অনুদান আবেদন নিচ্ছে মার্কিন দূতাবাস

রোববার (১৯ নভেম্বর) ঢাকার মার্কিন দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এফসিপির অনুদান আবেদন নিচ্ছে মার্কিন দূতাবাস

প্রথম নিউজ, ঢাকা : ইউএস অ্যাম্বাসেডরস ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন (এফসিপি)-২০২৪ অনুদান কর্মসূচির জন্য আবেদনপত্র গ্রহণ করছে ঢাকার মার্কিন দূতাবাস (এফসিপির আওতায় মার্কিন দূতাবাস)। আগামী বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। রোববার (১৯ নভেম্বর) ঢাকার মার্কিন দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, এফসিপি আওতায় ঐতিহাসিক ভবন, প্রত্নতাত্ত্বিক স্থান, পাণ্ডুলিপি, জাদুঘরের সংগ্রহশালা এবং ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অভিব্যক্তি যেমন-আদিবাসীদের ভাষা এবং কারুশিল্পসহ দৃশ্যমান এবং বিমূর্ত ঐতিহ্য সংরক্ষণে সহায়তা করে। অনুদানের ব্যাপ্তি ১০ হাজার থেকে ৫ লাখ ইউএস ডলার পর্যন্ত। প্রকল্পের মেয়াদ এক থেকে পাঁচ বছর পর্যন্ত হতে পারে।

মার্কিন দূতাবাস জানায়, ২০০১ সালে চালু হওয়ার পর থেকে এফসিপি বিশ্বের ১২০টিরও বেশি দেশে এক হাজারের বেশি প্রকল্পকে সমর্থন করেছে। বাংলাদেশে এফসিপির আওতায় গত ১২ বছরে ১২টি প্রকল্পের জন্য আট লাখ মার্কিন ডলারের বেশি তহবিল প্রদান করেছে। আবেদন প্রক্রিয়া সম্পর্কিত জানতে এই ই-মেইলে [email protected] যোগাযোগ করতে বলেছে মার্কিন দূতাবাস।