এখনও জ্বলছে আগুন, লাশ শনাক্তে চমেকে ডিএনএ
অগ্নিনির্বাপণে কাজ করে যাচ্ছেন ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যেরা।
প্রথম নিউজ, চট্রগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে বেসরকারি বিএম কনটেইনার ডিপোর আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। অগ্নিনির্বাপণে কাজ করে যাচ্ছেন ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যেরা। অন্যদিকে, ডিপোর আগুন ও বিস্ফোরণে নিহতদের শনাক্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ডিএনএ টেস্ট শুরু হচ্ছে আজ সোমবার সকাল থেকে।
ডিপোতে থাকা কনটেইনারে দাহ্য পদার্থ রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। কিন্তু, কারও কাছ থেকে জানা যাচ্ছে না যে, কোন কনটেইনারে কী ধরণের দাহ্য পদার্থ রয়েছে। যে কারণে, ডিপোর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে। গতকালই ডিপোর সার্বিক নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনার ইঞ্জিনিয়ার কোর। তারাও সেখানে কাজ করছে।
এদিকে, চমেকে থাকা ১২টি লাশের মধ্যে কেবল একটি লাশ শনাক্ত করা সম্ভব হয়েছে। বাকি লাশ শনাক্তে ডিএনএ টেস্ট শুরু হবে। এ ছাড়া, চমেকে চিকিৎসাধীন আহতদের মধ্যে ৭০ থেকে ৮০ জনের শ্বাসনালি পুড়ে গেছে। নগরীর অন্যান্য বেসরকারি হাসপাতালেও ডিপোকাণ্ডে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। চট্টগ্রাম সিভিল সার্জন দপ্তর থেকে এখন পর্যন্ত বিএম ডিপোকাণ্ডে ৪৯ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে, চট্টগ্রাম জেলা প্রশাসন ৪৬ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে।
জানা গেছে, আজ সীতাকুণ্ডে ঘটনাস্থল ও চমেকে যেতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। গত শনিবার (৪ জুন) রাত ৯টার দিকে বিএম কনটেইনার ডিপোর লোডিং পয়েন্টের ভেতরে আগুনের সূত্রপাত হয়। কুমিরা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। রাত ১১টায় এক কনটেইনার থেকে অন্য কনটেইনারে আগুন ছড়িয়ে পড়ে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews