একা প্রশান্ত মহাসাগর পাড়ি দিলেন ৮৩ বছরের জাপানি

পৃথিবীর প্রবীণতম ব্যক্তি হিসেবে একা প্রশান্ত মহাসাগর পার করার নজির গড়লেন জাপানের কেনিচি হোরি নামে ৮৩ বছরের এক বৃদ্ধ

একা প্রশান্ত মহাসাগর পাড়ি দিলেন ৮৩ বছরের জাপানি
একা প্রশান্ত মহাসাগর পাড়ি দিলেন ৮৩ বছরের জাপানি-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : পৃথিবীর প্রবীণতম ব্যক্তি হিসেবে একা প্রশান্ত মহাসাগর পার করার নজির গড়লেন জাপানের কেনিচি হোরি নামে ৮৩ বছরের এক বৃদ্ধ।

তবে রেকর্ড গড়েও ক্ষান্ত হতে চান না তিনি। সংবাদমাধ্যমকে কেনিচি জানিয়েছেন, তিনি এখনো মধ্য যৌবনে রয়েছেন, তাই ভবিষ্যতে আরও অভিযানে যেতে চান কেনিনি। খবর ডেইলি ইউমিউরি ও ডয়চে ভেলের।

১৯৬২ সালে পৃথিবীর প্রথম অভিযাত্রী হিসেবে একা প্রশান্ত মহাসাগর পার করার রেকর্ড গড়েন কেনিচি। ৬০ বছর পর একই কাজ ফের করে দেখালেন তিনি।

গত মার্চে আমেরিকার সান ফ্রান্সিসকো শহর থেকে মাত্র ১৯ ফুট লম্বা সান্তরি মারমেড ৩ নামক ইয়টে (ইঞ্জিনচালিত ছোট নৌকা)  চেপে জাপানের উদ্দেশে রওনা দেন কেনিচি।

প্রশান্ত মহাসাগর পার করে দেশে পৌঁছতে তার সময় লাগল ৬৯ দিন। তবে সহজ ছিল না যাত্রাপথ। যাত্রার শুরুতে প্রবল ঝড় থেকে জাপান উপকূলের কাছে বিপ্রতীপ স্রোত, সবই দক্ষ হাতে সামলেছেন এই প্রবীণ অভিযাত্রী।

সঙ্গে ওষুধপত্র থাকলেও গোটা যাত্রায় শুধু চোখের ড্রপ আর ব্যান্ডেজ ছাড়া আর কোনো ওষুধের দরকার পড়েনি বলেও জানান কেনিচি।

জাপানের শিন নিশিনোমিয়া বন্দরে তার জন্য অপেক্ষা করছিলেন অসংখ্য মানুষ। কেনিচি বন্দরে পৌঁছতেই উল্লাসে ফেটে পড়েন তারা।

তবে এই প্রথম নন ১৯৬২ সালে তিনিই পৃথিবীর প্রথম অভিযাত্রী হিসেবে একা প্রশান্ত মহাসাগর পার করার রেকর্ড গড়েন।

৬০ বছর পর পৃথিবীর প্রবীণতম মানুষ হিসেবে একই কাজ করে কার্যত জীবনের একটি বৃত্ত সম্পূর্ণ করলেন কেনিচি। ১৯৭৪ সালে একটি ইয়টে করে বিশ্বপরিক্রমাও করেন তিনি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom