এক্সপ্রেসওয়েতে দুই পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত এক

আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এক্সপ্রেসওয়েতে দুই পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত এক

প্রথম নিউজ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদিখান ঢাকা মাওয়া সড়কের কুইচ্চামারা এলাকায় দুই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে রাজিব (৪৫) নামে একজন নিহত হয়েছেন। আরও দু’জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাদের তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাজীবকে সকাল সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন। আহত মো. রমজান (৪৬) ও অজ্ঞাতনামা (৩০)। আহত দুইজন জরুরি বিভাগে চিকিৎসাধীন।

নিহতের সহকর্মী কাউসার জানান, আমরা সবাই মাছ ব্যবসায়ী। যাত্রাবাড়ীর মাছের আড়ৎ থেকে মাছ কিনে পিকআপ ভ্যানে সবাই মিলে মুন্সীগঞ্জের তালতলা বাজারে যাচ্ছিলাম। কুচিয়ামোড়া ব্রিজে যাওয়া মাত্রই বিপরীত দিক থেকে আরেকটি পিকআপ ভ্যান এসে মুখোমুখি সংঘর্ষ হয়। তিনি জানান, গুরুতর আহত অবস্থায় তাদের তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি নিয়ে আসলে রাজীবকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি দুইজন জরুরি বিভাগে চিকিৎসাধীন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom