একসঙ্গে মা-ছেলের বিষপান, মায়ের মৃত্যু 

এ ঘটনায় মা প্রিয়া খাতুনের (২৫) মৃত্যু হয়েছে। তার ছেলে আবির হোসেন (৯) আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

একসঙ্গে মা-ছেলের বিষপান, মায়ের মৃত্যু 

প্রথম নিউজ, সাতক্ষীরা: সাতক্ষীরার পাটকেলঘাটায় ছেলেকে বিষপান করিয়ে মা নিজেও বিষপান করেছেন। এ ঘটনায় মা প্রিয়া খাতুনের (২৫) মৃত্যু হয়েছে। তার ছেলে আবির হোসেন (৯) আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। প্রিয়া খাতুন মিঠাবাড়ি গ্রামের ইকাল হোসেনের স্ত্রী।

প্রিয়া খাতুনের প্রতিবেশীরা জানান, পারিবারিক কলহের জের ধরে বুধবার বিকেলে প্রিয়া থাতুন তার ছেলে আবিরকে বিষপান করান। তারপর প্রিয়া নিজেও বিষপান করেন। পরবর্তীতে স্থানীয়রা জানতে পেরে তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রিয়া খাতুনের মৃত্যু হয়। ছেলে আবির হোসেন চিকিৎসাধীন রয়েছে। 

সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. কাজী ইমবাদ হোসেন জানান, প্রিয়া খাতুন তার ছেলেকে বিষপান করান। পরে নিজেও বিষপান করেন। চিকিৎসাধীন অবস্থায় প্রিয়া মারা গেছেন। তার ছেলে আবির বর্তমানে সুস্থ রয়েছে, তবে শঙ্কামুক্ত নয়। পাটকেলঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হালিমুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ফিরে আসার পর বিস্তারিত জানানো সম্ভব হবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom