একজ নির্মোহ রাজনীতিবিদ ছিলেন আবদুল্লাহ আল নোমান
স্মৃতিচারণ সভায় বক্তারা

প্রথম নিউজ, অনলাইন: একজন নির্মোহ ও সৎ রাজনীতিবিদ ছিলেন সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান। ব্যক্তি জীবনে তিনি মানবিকতার পরম ধারক বাহক ছিলেন। রাজনৈতিক জীবনেও তিনি সততার বাস্তব উদাহরণ রেখে গেছেন। সাংস্কৃতিক বিপ্লবেও তিনি ছিলেন অনন্য। তার মত এমন নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ সমাজের নেতৃত্বে প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন। তার দেখানো পথেই গণমানুষের মুক্তি আসতে পারে। শুক্রবার (২৭ জুন) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম আব্দুল্লাহ আল নোমানের স্মৃতিচারণ সভায় এসব কথা বলেন বক্তারা। আব্দুল্লাহ আল নোমান জাতীয় স্মরণ সভা কমিটি সভার আয়োজন করে।
বাংলাদেশ শ্রিম্প এন্ড ফিস ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হকের সভাপতিত্বে সভায় স্মৃতিচারণ করেন মৎস্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক নাসির উদ্দিন আহমেদ চট্টগ্রাম ভেটনারি ও এনিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর নীতিশ সি দেবনাথ, চট্টগ্রামের ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. আলী আজাদী, আব্দুল্লাহ আল নোমানের ছেলে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির চেয়ারম্যান সাঈদ আল নোমান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিলুর রহমান ও প্রধান উপদেষ্টার অর্থ বিষয়ক বিশেষ সরকারি ড. আনিসুজ্জামান চৌধুরী প্রমুখ। সভায় আব্দুল্লাহ আল নোমানের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত উপস্থাপন করেন আয়োজক সংগঠনের সদস্য সচিব চিন্ময় মুৎসুদ্দি।
বক্তারা বলেন আব্দুল্লাহ আল নোমান একজন প্রগতিশীল রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তিনি দুই দুইবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী থাকাকালীন সময়ে অত্যন্ত নির্মোহভাবে, সততা পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি একজন অগ্রগামী সাংস্কৃতিক বিপ্লবী ছিলেন। তার চিন্তা চেতনা মননে যেমন প্রগতিশীলতা স্থান পেয়েছে, তেমনি তিনি একজন ধর্মভীরু মানুষ ছিলেন। তার মতো সৎ নিষ্ঠাবান দেশপ্রেমিক নেতৃত্ব দেশের প্রতিটি প্রতিষ্ঠানে বসা দরকার। জাতীয়তাবাদের ধারক বাহক এই নেতা আমৃত্যু নিজ এলাকাবাসীর কাছে একজন মহান দরদী নেতা হিসাবে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তার দেখানো পথেই গণমানুষের মুক্তি আসতে পারে।