এই সরকারকে বিদায় করা আমাদের ঈমানি দায়িত্ব: মিন্টু
বুধবার (১৩ সেপ্টেম্বর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর মহানগরে দলীয় কার্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতা বিষয়ক প্রচারপত্র বিলি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রথম নিউজ, গাজীপুর: সরকার দেশের সব প্রতিষ্ঠানকে দলীয়করণের মাধ্যমে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। তিনি বলেছেন, এই সরকারকে বিদায় করা আমাদের ঈমানি দায়িত্ব।
বুধবার (১৩ সেপ্টেম্বর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর মহানগরে দলীয় কার্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতা বিষয়ক প্রচারপত্র বিলি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মিন্টু বলেন, ‘অবৈধ অনির্বাচিত আওয়ামী লীগ সরকার দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে দলীয়করণের মাধ্যমে ধ্বংস করে দিয়েছে। যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে মিলে পুলিশও জনগণের ওপর অত্যাচার করছে।’
তিনি আরও বলেন, ‘সরকার ডেঙ্গু প্রতিরোধের কোনা প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করেননি। তাই লাখ লাখ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন এবং হাজার হাজার মানুষ মারা যাচ্ছেন। এই অবস্থায় এই সরকারকে বিদায় করা আমাদের ঈমানি দায়িত্ব।’
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকারের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস ও অ্যাডভোকেট আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি হাসান উদ্দিন সরকার, ডা. মাজহারুল আলম, মহানগর বিএনপি নেতা মীর হালিমুজ্জামান ননী, ড. শহীদউজ্জামান প্রমুখ। পরে নগরীর রাজবাড়ি রোডের ফুটপাতে ও দোকানে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন আব্দুল আওয়াল মিন্টু।