এনআইডি সার্ভার বন্ধ নয়, ধীরগতি থাকবে

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: রক্ষণাবেক্ষণের কারণে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভার ডাউন (ধীরগতি) থাকবে, তবে বন্ধ হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১৭ মে) সন্ধ্যায় গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম।
তিনি বলেন, রক্ষণাবেক্ষণের কারণে এনআইডি সার্ভার ডাউন রাখা হয়েছে। শনিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত যেকোনো সেবা স্লো থাকবে।
এরপর থেকে সব ধরনের সেবা পুরোদমে চালু থাকবে।
বর্তমানে এনআইডি সার্ভারে সাড়ে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন ভোটারের তথ্য রয়েছে। এসব ভোটারের তথ্য যাচাই সেবা ১৮৬টি প্রতিষ্ঠান দিয়ে থাকে। সার্ভার ডাউন থাকায় এই সেবা বিঘ্ন হবে।
বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ হলে এতে আরও প্রায় ৬৩ লাখ ভোটার যুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে, গত মঙ্গলবার (১৩ মে) এনআইডি সার্ভারে লগইন ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) না আসার কারণে সারা দেশে জাতীয় পরিচয়পত্র এনআইডি সেবা বিঘ্ন ঘটে। যা সাড়ে ৮ ঘণ্টা পরে আবার চালু হয়।