উত্তাল বঙ্গোপসাগর, বন্দরে ৩ নম্বর সংকেত

জেলার নদ-নদীর পানির উচ্চতা কিছুটা বৃদ্ধি পেয়েছে। বাতাসের চাপও কিছুটা বেড়েছ।

উত্তাল বঙ্গোপসাগর, বন্দরে ৩ নম্বর সংকেত
ফাইল ফটো

প্রথম নিউজ,পটুয়াখালী: উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় গভীর সঞ্চারনশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে।

জেলার নদ-নদীর পানির উচ্চতা কিছুটা বৃদ্ধি পেয়েছে। বাতাসের চাপও কিছুটা বেড়েছ। উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রাসহ দেশের সব সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস। সকল মাছ ধরা ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে পটুয়াখালী নদীবন্দরসহ দেশের ১৫ নদীবন্দরকে দুপুর একটা পর্যন্ত ১ নম্বর নৌ-হুশিয়ারি সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পটুয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা জানান, আরও বেশ কয়েকদিন আবহাওয়ার এই অবস্থা বিরাজ করতে পারে। সেই সঙ্গে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom