উত্তাল পাকিস্তান, দেশজুড়ে বিক্ষোভ
ইমরান খানকে গ্রেপ্তারের খবরে পাকিস্তানজুড়ে প্রতিবাদ বিক্ষোভ করছেন তার দলীয় নেতাকর্মীরা। করাচির মতো বড় শহরে প্রধান সড়কগুলো ব্লক করে রেখেছে তারা।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: ইমরান খানকে গ্রেপ্তারের খবরে পাকিস্তানজুড়ে প্রতিবাদ বিক্ষোভ করছেন তার দলীয় নেতাকর্মীরা। করাচির মতো বড় শহরে প্রধান সড়কগুলো ব্লক করে রেখেছে তারা। করাচিতে তাদের ওপর কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। লাহোর ক্যান্টনমেন্টের ভিতর পিটিআই সমর্থকরা প্রবেশ করেছে বলে রিপোর্টে বলা হচ্ছে। করাচিতে পিটিআই দলের প্রাদেশিক পরিষদ সদস্য এবং জাতীয় পরিষদের সদস্যরা রাস্তায় রাস্তায় অবরোধ সৃষ্টি করার পর শারিয়া ফয়সালের উভয় লেনেই অবরোধ সৃষ্টি করা হয়। পুরনো সাবজি মান্দির কাছে ইউনিভার্সিটি রোড, বানারাস চক এবং আল আসিফ স্কয়ারে প্রতিবাদ বিক্ষোভ হচ্ছিল।
বিভিন্ন রিপোর্টে বলা হয়, লাহোর ক্যান্টনমেন্ট এলাকায় একজন সেনা কর্মকর্তার বাসভবনে প্রবেশ করেছে পিটিআইয়ের কিছু সমর্থক। টুইটে এ খবর শেয়ার করেছেন সাংবাদিক মুর্তজা আলি শাহ। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। টুইটে তিনি লিখেছেন, লাহোর ক্যান্টনমেন্টে একজন সেনা কর্মকর্তার বাসায় প্রবেশ করেছে পিটিআইয়ের সমর্থকরা। তিনি এর সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন। তাতে একদল মানুষকে দেখা যায়। তাদের মুখের অংশবিশেষ ঢাকা। হাতে লাঠি নিয়ে তারা গেটের ভিতর দিয়ে প্রবেশ করছেন। তারপর লাঠি দিয়ে দেয়ালে আঘাত করছেন।
ওদিকে খাইবার পখতুনখাওয়া প্রদেশের লাক্কি মারওয়াত ডিস্ট্রিক্টের সড়কে সড়কে বিক্ষোভ করেন পিটিআই কর্মীরা। ইন্দুস মহাসড়কে তারা টায়ারে আগুন দেন। এতে ওই মহাসড়ক বন্ধ হয়ে যায়। ওদিকে পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি শান্তিপূর্ণ বিক্ষোভ করতে দলের প্রতি আহ্বান জানিয়েছেন।