উচ্চ জ্বালানি মূল্যের প্রতিবাদে মলদোভার সড়কে হাজারো বিক্ষোভকারী
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এনএইচকে ওয়ার্ল্ড এ খবর দিয়ে জানাচ্ছে, দেশটির রুশ-পন্থী (সরকার) বিরোধীরা ওই প্রতিবাদ-বিক্ষোভের ডাক দেন।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: রোমানিয়া এবং ইউক্রেনের মাঝে অবস্থিত পূর্ব ইউরোপের ছোট দেশ মলদোভা। রবিবার উচ্চ জ্বালানি মূল্যের প্রতিবাদে দেশটির রাজধানী জিসিনাওতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এনএইচকে ওয়ার্ল্ড এ খবর দিয়ে জানাচ্ছে, দেশটির রুশ-পন্থী (সরকার) বিরোধীরা ওই প্রতিবাদ-বিক্ষোভের ডাক দেন। বিক্ষোভে অংশগ্রহণকারীরা, গত ডিসেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত ৩ মাসের গ্যাস এবং বিদ্যুৎ বিলের জন্য ভর্তুকি প্রদান করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
একটি ছবিতে দেখা যাচ্ছে যে, বিক্ষোভকারীরা মলদোভার জাতীয় পতাকা ধরে রয়েছেন এবং প্রেসিডেন্ট মাইয়া সানডু এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাদের পদত্যাগের দাবি জানাচ্ছেন। স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, কর্তৃপক্ষ ৫০ জনেরও বেশি লোককে ছুরি বা অন্যান্য নিষিদ্ধ জিনিস বহনের অভিযোগ’সহ অন্যান্য কারণে আটক করেছে।
উল্লেখ্য, মলদোভার পূর্বে অবস্থিত রুশ-পন্থী বিচ্ছিন্ন অঞ্চল ট্রান্সনিস্ট্রিয়ার নিয়ন্ত্রণ সরকারের হাতে নেই। মস্কো সেখানে সৈন্য মোতায়েন করেছে এবং এলাকাটির উপর তাদের শক্তিশালী প্রভাব রয়েছে। রাশিয়া মলদোভার প্রতিবেশী দেশ ইউক্রেনের উপর আক্রমণ শুরুর পর থেকে, জিসিনাওতে পাশ্চাত্য-পন্থী সরকার ট্রান্সনিস্ট্রিয়ায় রুশ সামরিক বাহিনীর সম্ভাব্য আক্রমণের বিরুদ্ধে উচ্চ সতর্কাবস্থায় রয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: