ঈশ্বরগঞ্জে দুর্নীতির অভিযোগে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে এলাবাসীর মানববন্ধন
উপজেলার উচাখিলা ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মিজানুর রহমান প্রায় ৮ বছর যাবত একই স্থানে কর্মরত আছেন
প্রথম নিউজ, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মিজানুর রহমানের দুর্নীতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও অপসারণের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার দুপুরে উপজেলার উচাখিলা বাজারে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা যায়, উপজেলার উচাখিলা ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মিজানুর রহমান প্রায় ৮ বছর যাবত একই স্থানে কর্মরত আছেন। তার এই দীর্ঘ সময় একই জায়গায় কাজ করার সুযোগে স্থানীয় কিছু দালালের সাথে সক্ষতা তৈরি করে বিভিন্ন ভাবে দূর্নীতি করে আসছে। ফলে হাজার হাজার মানুষ জমির খারিজ ও খাজনা পরিশোধ করতে গিয়ে হয়রানির শিকার হচ্ছে। মোটা অংকের টাকা না দিলে খারিজ এবং খাজনা কোনটাই পাওয়া যায় না বলে মানববন্ধনে অভিযোগ করেন এলাকাবাসী।
তারা আরো জানান, স্থানীয় কিছু প্রভাবশালী দালালের কারণে এতোদিন প্রতিবাদ করতে সাহস পায়নি সাধারণ মানুষ। কিন্তু নিরুপায় হয়ে বেশ কিছু ভুক্তভোগী মিজানের এমন দুর্নীতির প্রতিবাদ করতে শুরু করে। দুর্নীতিবাজ মিজানের বিরুদ্ধে আইনগত ভাবে দ্রুত বিচারের দাবি ও ভূমি অফিসের দ্বায়িত্ব থেকে অপসারণের দাবি জানিয়ে শনিবার দুপুরে উচাখিলা বাজারে ঘন্টাব্যাপি মানববন্ধন করে এলাকাবাসী। এ সময় বক্তব্য রাখেন ভুক্তভোগী চরআলগী গ্রামের রুহুল আমিন বেপারী, বাপ্পি, শিপন, হরিয়াখালি গ্রামের শান্ত ভূঁইয়া, বৃচরাকোনা গ্রামের অবসর প্রাপ্ত বিমান বাহীনির কর্মকর্তা দুলাল প্রমুখ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews