ঈদে দৌলতদিয়া-পাটুরিয়ায় ৭ দিন অপচনশীল পণ্যবাহী ট্রাক বন্ধ থাকবে

ঈদে দৌলতদিয়া-পাটুরিয়ায় ৭ দিন অপচনশীল পণ্যবাহী ট্রাক বন্ধ থাকবে

প্রথম নিউজ, ঢাকা : আসন্ন ঈদুল আজহায় যাত্রী ও যানবাহন এবং পশুবাহী ট্রাক পারাপার নির্বিঘ্ন রাখতে ঈদের আগে ও পরে মোট সাত দিন অপচনশীল পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৫ জুন) সকালে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে নৌযানসমূহের সুষ্ঠুভাবে চলাচল এবং যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের কর্মপন্থা নির্ধারণ সংক্রান্ত এক সমন্বয় সভায় এ তথ্য জানান জেলা প্রশাসক আবু কায়সার খান।


সভা সূত্রে জানা যায়, আসন্ন ঈদযাত্রায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রী ও পশুবাহী যানবাহন পারাপারে ৯টি রো-রো ফেরি, ৫টি ইউটিলিটি এবং ৪টি কে টাইপ ফেরিসহ ১৮টি ফেরি চলাচল করবে। এছাড়া যাত্রী পারাপারে ২০টি লঞ্চ চলাচল করবে। দৌলতদিয়া প্রান্তে ৭টি ফেরিঘাটের মধ্যে ৪টি ঘাট সচল রয়েছে। ঈদের আগের তিন দিন ও পরের তিন দিন পশু ও পচনশীল দ্রব্য বহনকারী ট্রাক ব্যতীত অন্য সকল ট্রাক চলাচল বন্ধ থাকবে।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ফেরিঘাটের পন্টুনেু ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক ওঠা বন্ধ, দৌলতদিয়া ফেরি ও লঞ্চঘাটে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, টয়লেটগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের উদ্যোগ গ্রহণসহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়। এগুলো সমাধানের জন্য গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ এবং গোয়ালন্দ ঘাট থানার ওসিকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, ঈদুল আজহায় যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে। ঈদের আগে ও পরে তিন দিন করে মোট সাত দিন অপচনশীল পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ থাকবে। তবে পশুবাহী ট্রাক চলাচল স্বাভাবিক থাকবে। এছাড়াও ঘাটে প্রস্তুত থাকবে ১৮টি ফেরি ও ২০টি লঞ্চ। সার্বক্ষণিক থাকবেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা

জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখায়রুজ্জামান, বিআইডব্লিটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো.সালাহউদ্দিন, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন, রাজবাড়ী জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।