নরসিংদীতে ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

নিহতরা হলেন- শাহাদাৎ হোসেন (৫৮) আব্দুর রহমান (৭০)।

নরসিংদীতে ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

প্রথম নিউজ, নরসিংদী: নরসিংদীতে ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের শীলমান্দীর বাঘহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তারা হলেন- শাহাদাৎ হোসেন (৫৮) আব্দুর রহমান (৭০)। শাহাদাৎ হোসেন সদর উপজেলার মাধবদী কাঠালিয়া ইউনিয়নের ফজুরকান্দি গ্রামের মৃত মির্জা আবু হানিফের ছেলে। আব্দুর রহমানের বাড়ি একই বাড়িতে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, দুপুর দেড়টার দিকে শাহাদাৎ পাশের এলাকার একজনকে নিয়ে মাধবদী থেকে অটোরিকশাযোগে নরসিংদী রেজিস্ট্রি অফিসে আসছিলেন। অটোরিকশাটি ঢাকা-সিলেট মহাসড়কের শীলমান্দীর বাঘহাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশা যাত্রী আব্দুর রহমানের মৃত্যু হয়। ওই সময় অটোরিকশায় থাকা আরও দুজন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শাহাদাৎ হোসেনকে মৃত ঘোষণা করেন।