ইসলামী আন্দোলনের মিছিল ঘিরে নিরাপত্তা জোরদার

ইসলামী আন্দোলনের মিছিল ঘিরে নিরাপত্তা জোরদার

প্রথম নিউজ, ঢাকা : ফিলিস্তিনে ইসরায়েলের অবৈধ আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল কর্মসূচির আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেল ৩টা থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটে জমায়েত হতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। 

এ কর্মসূচিকে কেন্দ্র করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম ও পল্টন এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। কর্মসূচিকে ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। আনা হয়েছে সাঁজোয়া যান ও এপিসি। 

এ ব্যাপারে যোগাযোগ করা হলে মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, বিক্ষোভ মিছিলের নামে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে যা যা করা দরকার তা আমরা গ্রহণ করেছি। কেউ বিশৃঙ্খলা বা অপ্রীতিকর কিছু করার চেষ্টা করলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

তিনি বলেন, বিক্ষোভ মিছিল নাইটিঙ্গেল মোড় পর্যন্ত যাবে। মিছিল ঘিরে গুরুত্বপূর্ণ স্থাপনা ও প্রত্যেকটি পয়েন্টে পোশাকে পুলিশ সদস্যরা ও সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ সদস্যরা কাজ করছে।

পূর্ব ঘোষিত এই বিক্ষোভ মিছিল কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।