ইসিকে জামায়াত নেতা হেলাল পদত্যাগ করুন, জনগণের ইচ্ছার বিরুদ্ধে তফসিল ঘোষণা করবেন না

ইসিকে জামায়াত নেতা হেলাল পদত্যাগ করুন, জনগণের ইচ্ছার বিরুদ্ধে তফসিল ঘোষণা করবেন না

প্রথম নিউজ, ঢাকা : নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, আপনারা জনগণের আস্থা ও বিশ্বাস হারিয়েছেন। আপনাদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই অবিলম্বে পদত্যাগ করুন। দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনো তফসিল ঘোষণা করবেন না। না হলে জনগণ আপনাদের জোরপূর্বক পদত্যাগ করাতে বাধ্য করবে।


বুধবার (১৫ নভেম্বর) অবরোধের সমর্থনে রাজধানীর বিভিন্ন স্থানে সড়কে ও রেলপথে অবস্থান নিয়ে পিকেটিং করে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নেতাকর্মীরা। মালিবাগ রেলগেট অবরোধকালে তিনি এসব কথা বলেন। এসময় আরও উপস্থিত ছিলেন মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য শাহীন আহমেদ খান, ইমাম হোসেনসহ অন্য নেতারা।

হেলাল উদ্দিন বলেন, জনগণের সঙ্গে প্রতারণা করার জন্য আবারও ষড়যন্ত্রমূলক তফসিল ঘোষণা করতে চায় আওয়ামী সরকার। বিরোধী দলগুলোর শীর্ষনেতাদের জেলখানায় রেখে প্রহসনের নির্বাচনের জন্য তফসিল ঘোষণার সুযোগ দেওয়া হবে না। জনগণ বাংলাদেশে আর কোনো প্রহসনের নির্বাচন হতে দেবে না। এবার মানুষ জীবন দিয়ে হলেও প্রহসনের নির্বাচন বানচাল করবে।


ড. হেলাল বলেন, ভোট চোরদের বিরুদ্ধে আমাদের অবরোধ চলছে, চলবে। জনগণের ভোট ও ভাতের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তিনি অবিলম্বে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ সব নেতার মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানান।

৫ম দফায় ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে আজ বুধবার রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও রেলপথে অবস্থান নিয়ে মিছিল, বিক্ষোভ ও পিকেটিং করেছে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নেতাকর্মীরা।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহা. দেলাওয়ার হোসেনের নেতৃত্বে রাজধানীর বঙ্গবাজার ফায়ার সার্ভিস সড়কে অবরোধ করেন নেতাকর্মীরা।

এসময় সংক্ষিপ্ত পথসভায় দেলাওয়ার হোসেন বলেন, জীবন দিয়ে হলেও দেশের জনগণ এবার প্রহসনের নির্বাচন বানচাল করবে। ইতোমধ্যে বর্তমান আওয়ামী সরকার জনবিচ্ছিন্ন সরকারে পরিণত হয়েছে। তারা দেশের জনগণ থেকে বিচ্ছিন্ন, অন্যদিকে দেশের বাইরেও বন্ধুহীন হয়ে পড়েছে। তারা দেশের জনগণ ও দেশের বাইরের বন্ধু রাষ্ট্রগুলোর প্রত্যাশিত সুষ্ঠু, নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের পরামর্শকে উপেক্ষা করে আরেকটি প্রহসনের নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই জনগণ সরকারকে আর সেই সুযোগ দেবে না।

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের মজলিশে শূরা সদস্য মাওলানা আবু আনাস আব্দুল্লাহ, মাওলানা এম এ আজাদ, আবু আব্দুল্লাহ, আব্দুর রহমান, আল আমিন, নুর ইসলামসহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা।

দেশব্যাপী ৫ম দফার ৪৮ ঘণ্টার অবরোধের ১ম দিনে সকালে ধানমন্ডি শংকর এলাকায় সড়ক অবরোধ, পিকেটিং, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত। এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের মজলিশে শূরা সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন তালুকদার, আবু শাহদাত মোহাম্মদ আলী, জাহেনুর রহমান, সারুয়ার হোসেনসহ অন্য নেতারা।

ডেমরায় মহাসড়ক অবরোধ

একই দাবিতে আজ রাজধানীর ডেমরায় মহাসড়ক অবরোধ করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খানের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন মজলিসে শূরা সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, আবু জয়নব, হেলাল উদদীন, আবুল বাসার, মোজাফফর হোসাইন, মাওলানা দেলোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার তমিজ উদ্দীন জসিম উদ্দীন ও ইসলামী ছাত্রশিবিরের, ঢাকা মহানগর দক্ষিণের নেতারা।

বাসাবো এলাকায় অবরোধ

আজ সকালে কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য শামসুর রহমানের নেতৃত্বে রাজধানীর বাসাবো বৌদ্ধ মন্দির বিশ্বরোড এলাকায় অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জামায়াত। এসময় আরও উপস্থিত ছিলেন জোন সহকারী পরিচালক আবু নাবিল টিম সদস্য মতিউর রহমান, মহানগরী মজলিসের সদস্য আব্দুল বারী, মো. ইসহাক, অ্যাডভোকেট রিয়াজউদ্দিন, শেখ আবু নূর মোহাম্মদ।

যাত্রাবাড়ী ফ্লাইওভার মুখের সড়ক অবরোধ

ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসাইনের নেতৃত্বে যাত্রাবাড়ী ফ্লাইওভার মুখের ডেমরার দিকের এলাকায় মহাসড়ক অবরোধ করে জামায়াত। এসময় আরও উপস্থিত ছিলেন মহানগরী কর্মপরিষদ সদস্য আব্দুর রহীম জীবন, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য মাওলানা সাদেক বিল্লাহ সহ বিভিন্ন পর্যায়ের নেতারা।