ইফতার মাহফিলে মির্জা ফখরুল ইভিএম-ব্যালট নয়, তত্ত্বাবধায়কে আগ্রহী বিএনপি

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। তবে এ নিয়ে কোনো আগ্রহ নেই বিএনপি’র। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা ইভিএম বা ব্যালটের নির্বাচন নিয়ে আগ্রহী নই। আমরা নির্বাচনকালীন সরকার নিয়ে আন্দোলন করছি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় আগ্রহী।

ইফতার মাহফিলে মির্জা ফখরুল ইভিএম-ব্যালট নয়, তত্ত্বাবধায়কে আগ্রহী বিএনপি

প্রথম নিউজ ঢাকা: নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। তবে এ নিয়ে কোনো আগ্রহ নেই বিএনপি’র। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা ইভিএম বা ব্যালটের নির্বাচন নিয়ে আগ্রহী নই। আমরা নির্বাচনকালীন সরকার নিয়ে আন্দোলন করছি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় আগ্রহী। বর্তমান সরকার দেশের গণতন্ত্রিক ব্যবস্থাকে নষ্ট করে দিয়েছে। নির্বাচনের আগে এই সরকারকে পদত্যাগ করতে হবে। সোমবার রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে রাজনীতিবিদদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলের তিনি এসব কথা বলেন। বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি। 
এ সময় মির্জা ফখরুল বলেন, তত্ত্বাবধায়ক সরকারে অধীনে নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন দিতে হবে। তাহলে বিএনপি নিশ্চিতভাবে দেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলনে অংশ নেবে।
বিএনপির এই ইফতার মাহফিলে অংশ নিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতারা। 
ইফতার মাহফিলে অংশ নিয়েছেন, জাতীয় পার্টি (জাপা) সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ এমপি,  কো- চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ এমপি, জাপার মহাসচিব এডভোকেট মুজিবুল হক চুন্নু এমপি,  প্রেসিডিয়াম সদস্য ফকরুল ইমাম, এলডিপি প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ, জেএসডি’র সভাপতি আ স ম আব্দুর রব, মিসেস তানিয়া রব, ড. রেদোয়ান আহমেদ, গণফোরামের মোস্তফা মোহসীন মন্টু, সুব্রত চৌধুরী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, এনপিপি’র ফরিদুজ্জামান ফরহাদ, বিকল্প ধারা বাংলাদেশ-এর অধ্যাপক নূরুল আমিন বেপারী, জাগপার খন্দকার লুৎফর রহমান, এসএম শাহাদাত হোসেন, বাংলাদেশ জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ মুসলিম লীগের জুলফিকার বুলবুল চৌধুরী, ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ ভাসানী) আজহারুল ইসলাম, জাতীয় পার্টির (জাফর) আহসান হাবিব লিংকন, বাংলাদেশ এলডিপি’র আব্দুল গণি, শাহাদাত হোসেন সেলিম, জমিয়তের মহিউদ্দিন ইকরাম, ইসলামী ঐক্যজোটের মাওলানা আবদুর রকিব, এনডিপি’র ক্বারী আবু তাহের, বাংলাদেশ ইসলামিক পার্টির আবুল কাশেম, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের মুহাম্মদ রাশেদ খান, গণদলের এটিএম গোলাম মাওলা চৌধুরী, বাংলাদেশ লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ন্যাপ’র এমএন শাওন সাদেকী, বাংলাদেশ পিপল্স পার্টির গরিবে নেওয়াজ, সাম্যবাদী দলের সৈয়দ নূরুল ইসলাম, মাইনরিটি জনতা পার্টির সুকৃতি কুমার মণ্ডল প্রমুখ। 
বিএনপি’র প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীর পরিচালনায় ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, ব্যারিস্টার শাহজাহান ওমর, বরকত উল্লাহ বুলু, নিতাই রায় চৌধুরী, আলতাফ হোসেন চৌধুরী, আহমেদ আযম খান, ডা. এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, মো. আবদুস সালাম, মিজানুর রহমান মিনু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, মিডিয়া সেলের জহির উদ্দিন স্বপন, শায়রুল কবির খান প্রমুখ। ইফতার-পূর্ব মোনাজাত পরিচালনা করেনÑ ওলামা দলের মাওলানা শাহ মো. নেছারুল হক।