শ্রীপুর পৌর বিএনপি'র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
শ্রীপুর পৌর বিএনপি'র উদ্যোগে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শ্রীপুর(গাজীপুর সদর)প্রতিনিধি, প্রথম নিউজ: বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধান মন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শ্রীপুর পৌর বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে শ্রীপুর পৌর শহরের শ্রীপুর কনভেনশন সেন্টারে পৌর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি মারুফ আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডাঃ শফিকুল ইসলাম, জেলা বিএনপির সহ সভাপতি হুমায়ূন কবির সরকার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোতালেব, সিরাজুল ইসলাম কাইয়া, জেলা বিএনপির সহ সভাপতি ফরিদা জাহান স্বপনা,
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা সাইফুল হক মোল্লা, বিল্লাল হোসেন, আবুল হোসেন প্রধান, অধ্যাপক নজরুল ইসলাম সেলিম, আফাজ উদ্দিন মোল্লা, পৌর বিএনপি'র সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাহান সজল, উপজেলা বিএনপির সাংগঠনিক মোসলেহ উদ্দিন মৃধা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আহসান কবীর, খোকন প্রধান, জেলা জাসাসের সদস্য সচিব সোহেল মন্ডল, পৌর যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন বেপারী, সদস্য সচিব আবু তাহের প্রধান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নজরুল ইসলাম মিলন, ছাত্রদলের নেতা আব্দুর রহিম, রাসেল সরকার, এস এম পলাশ, লিটন সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সাধারন সম্পাদক ক্বারী ইব্রাহিম।
পরে প্রায় দেড় হাজার রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়।