ইন্দোনেশিয়ায় সবচেয়ে জনপ্রিয় বৈশ্বিক নেতা সৌদি যুবরাজ
প্রথম নিউজ, ডেস্ক : বিশ্বের বৃহত্তম মুসলিম অধ্যুষিত দেশ ইন্দোনেশিয়ায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান অত্যন্ত জনপ্রিয়। অন্য যে কোনো বৈশ্বিক নেতার চেয়ে তার জনপ্রিয়তা দেশটিতে অনেক বেশি।
অস্ট্রেলিয়ার থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা লোয়ে ইনস্টিটিউটের সাম্প্রতিক এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে বলে বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে সৌদি আরবের জাতীয় দৈনিক সৌদি গেজেট।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের ইন্দোনেশিয়া শাখার বরাত দিয়ে সৌদি গেটেটের প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিলের চার তারিখ নিজেদের ওয়েবসাইটে জরিপের ফলাফল প্রকাশ করে লোয়ে ইনস্টিটিউট। এই জরিপে মোহাম্মদ বিন সালমানের প্রতিদ্বন্দ্বী ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জোয়ে বাইডেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, সিঙ্গাপুরের প্রেসিডেন্ট লি সিয়েন লুং, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সবাইকে টপকে শীর্ষস্থান অর্জন করেছেন সৌদি যুবরাজ।
২০২১ সালের ২৯ নভেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ইন্দোনেশিয়ার ৩৩টি প্রদেশের সবগুলোতেই এই জরিপটি পরিচালিত হয় এবং এতে অংশ নেন ইন্দোনেশিয়ার ৩ হাজার নাগরিক। এই নাগরিকদের সবার বয়স ১৭ থেকে ৬৫ বছরের মধ্যে।
জরিপের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, বৈশ্বিক নেতা হিসেবে ৫৭ শতাংশ ইন্দোনেশীয়র আস্থা অর্জনে সক্ষম হয়েছেন সৌদি যুবরাজ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিরাতে যুবরাজ অর্জন করেছেন ৫২ শতাংশ ইন্দোনেশীয়র আস্থা।
সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আদর্শ বৈশ্বিক নেতা মনে করেন ৪৪ শতাংশ ইন্দোনেশীয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অর্জন করেছেন ৪০ শতাংশ জরিপে অংশগ্রহণকারী ৪০ শতাংশ ইন্দোনেশীয়র আস্থা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews