ইউক্রেনে ৩০ হাজার ওয়াগনার যোদ্ধা হতাহত হয়েছে: যুক্তরাষ্ট্র
যারা মারা গেছেন কিংবা আহত হয়েছেন, তাদের বড় একটি অংশই প্রশিক্ষণহীন ছিল বলে দাবি করেন কিরবি। এ খবর দিয়েছে বিবিসি।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: ইউক্রেনে গত এক বছরে ৩০ হাজার ওয়াগনার যোদ্ধা হতাহত হয়েছে। এমন দাবি করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওয়াগনারের যোদ্ধারা সবথেকে বেশি নিহত হয়েছেন। যারা মারা গেছেন কিংবা আহত হয়েছেন, তাদের বড় একটি অংশই প্রশিক্ষণহীন ছিল বলে দাবি করেন কিরবি। এ খবর দিয়েছে বিবিসি। খবরে জানানো হয়েছে, দনেতস্ক অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর বাখমুতের চারদিক থেকে ঘিরে ফেলছে রাশিয়া। এর আগে গত জানুয়ারি মাসে আরেকটি শহর সোলেদার দখলে নেয় দেশটি। এছাড়া ২০২৩ সাল শুরু হতেই দনেতস্ক ফ্রন্টে রাশিয়া একের পর এক সফলতা পেতে শুরু করেছে। দেখা গেছে, রাশিয়ার এই সফলতার পেছনে ওয়াগনারের ভূমিকাই বেশি। রাশিয়ার সামরিক বাহিনী শুধু প্রতিরক্ষা লাইন ধরে রাখছে, কিন্তু ইউক্রেনীয় অবস্থানে অভিযান, আক্রমণ চালাচ্ছে ওয়াগনার।
বিপুল অর্থের বিনিময়ে ওয়াগনারে নিয়োগ দেয়া হয়। ছয় মাস বা এক বছরের কন্টাক্টে বিশ্বের নানা প্রান্ত থেকে যোদ্ধারা এতে যোগ দিয়েছে। ওয়াগনারের প্রধান ইয়েভেজেনি প্রিগোজিন জানিয়েছেন, সোলেদার দখল করেছে শুধু তার যোদ্ধারা, সেখানে রাশিয়ার মূল সেনাবাহিনী ছিল না। বাখমুতেও এখন শুধু ওয়াগনারই যুদ্ধ করছে। এই শহর দখল হলেই ইউক্রেনের ফ্রন্টলাইন ভেঙে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইউক্রেন দাবি করেছে, রাশিয়া প্রচুর ওয়াগনার সেনাকে আক্রমণে পাঠায় এবং তাদের হতাহতের সংখ্যাও ব্যাপক। বাখমুত দখল হলে রাশিয়ার সামনে বাকি থাকবে আর মাত্র দুটি প্রধান শহর- ক্রামাতোর্স্ক এবং স্লোভিয়ানস্ক। এর আগে হাজার হাজার বর্গকিলোমিটার এলাকা সহজেই দখলে নিতে পারবে দেশটি। তবে ইউএস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র কিরবি জানান, রাশিয়ার জন্য দনেতস্ক দখল করা এত সহজ হবে না। বাখমুতের এই সফলতা অর্জন করতে তাদের বহু মাস লেগেছে। এর জন্য তাদেরকে প্রচুর যোদ্ধাকে হারাতে হয়েছে। যদিও সাংবাদিকদের কাছে কিরবি স্বীকার করেছেন যে, রাশিয়া হয়ত শেষ পর্যন্ত বাখমুত দখলে নিতে সফল হতে পারে।
রাশিয়ার ইউক্রেন অভিযানের পূর্বে ওয়াগনার গ্রুপ আকারে বেশ ছোট ছিল। এতে মাত্র ৫ হাজার যোদ্ধা কাজ করতেন, যাদের প্রায় সবাইই অভিজ্ঞ সেনা সদস্য ছিলেন। তবে যুদ্ধ শুরুর পর ওয়াগনার আরও হাজার হাজার যোদ্ধা নিয়োগ দিতে থাকে। এছাড়া ওয়াগনার রাশিয়ার কারাগারগুলো থেকেও বন্দিদের টানছে। এসব বন্দিরা সাজা মওকুফ এবং অর্থের জন্য ওয়াগনারের হয়ে যুদ্ধ করছে। কিন্তু তাদের প্রথাগত সামরিক বাহিনীর মতো প্রশিক্ষণ না থাকায় তারা ব্যাপক মাত্রায় হতাহত হচ্ছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: