ইউক্রেন যুদ্ধে পুতিনের জয়ের ব্যাপারে শঙ্কিত রুশ এলিটরা

বর্তমান যুদ্ধ পরিস্থিতি পর্যালোচনা করে হতাশা প্রকাশ করছেন তারা। রাশিয়ার অনেক ব্যবসায়ী ও রাজনৈতিক এলিট এখন যুদ্ধের পরিসমাপ্তি চান।

ইউক্রেন যুদ্ধে পুতিনের জয়ের ব্যাপারে শঙ্কিত রুশ এলিটরা

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: ইউক্রেন যুদ্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জয়ের ব্যাপারে আর আশা রাখতে পারছেন না রাশিয়ার এলিট শ্রেণি। বর্তমান যুদ্ধ পরিস্থিতি পর্যালোচনা করে হতাশা প্রকাশ করছেন তারা। রাশিয়ার অনেক ব্যবসায়ী ও রাজনৈতিক এলিট এখন যুদ্ধের পরিসমাপ্তি চান। যদিও পুতিন তা চান না। ইউক্রেন যুদ্ধ নিয়ে এলিট শ্রেণির প্রভাবশালী সাত ব্যক্তির সঙ্গে কথা বলে এ আভাস পাওয়া গেছে। খবর ব্লুমবার্গের। 

এলিটদের অনেকের ধারণা, এ যুদ্ধ দীর্ঘদিন ধরে চলবে। আর দুপক্ষেরই ক্ষতি হতে থাকবে। রুশ সরকারের সাবেক এক উপদেষ্টা জানিয়েছেন, রাশিয়ার এলিটরা পুরোপুরি আশা ছেড়ে দিয়েছেন। তারা মনে করছেন, অর্থহীন যুদ্ধের জন্য লড়ছেন পুতিন। কিরিল রগভ নামের ওই সাবেক উপদেষ্টা ইউক্রেনে রাশিয়ার হামলার পর দেশ ছেড়েছেন। তিনি বিস্ময় প্রকাশ করে জানিয়েছেন, রাশিয়ার অভিজাতদের মধ্যে এই ধারণাটি বিস্তৃত হয়ে উঠেছে যে পুতিন এই যুদ্ধে জয়ী হবেন না।

প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে বিশেষ অভিযান শুরু করেছে রাশিয়া। পরে গণভোটের মাধ্যমে দেশটির ১৫ শতাংশ অঞ্চল দখল করে নেয়। একদিকে দখলকৃত অঞ্চল ফিরে পাওয়ার জন্য মরিয়া ইউক্রেন। অন্যদিকে যুদ্ধে জয়ী হওয়ার জন্য ব্যাকুল পুতিন। তবে দীর্ঘদিন ধরে যুদ্ধ চলার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশটির এলিট শ্রেণি।