ইউক্রেনে ভয়াবহ মিসাইল হামলা রাশিয়ার
ইউক্রেনের রাজধানী কিয়েভসহ অন্য প্রধান শহরগুলোতে কয়েক ডজন মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভসহ অন্য প্রধান শহরগুলোতে কয়েক ডজন মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলার পর আবারও রাশিয়ার মিসাইল হামলা নিয়মিত হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। নাৎসি জার্মানির বিরুদ্ধে নিজেদের ঐতিহাসিক জয় উৎযাপনের জন্য প্রস্তুত হচ্ছে রাশিয়া। এর একদিন আগেই ইউক্রেনে এই মিসাইল হামলা চললো। এ খবর দিয়েছে আল-জাজিরা। খবরে জানানো হয়, সোমবার ভোরে রাজধানী কিয়েভে মিসাইল হামলার কারণে কমপক্ষে পাঁচজন আহত হয়েছে বলে জানিয়েছেন শহরটির কর্মকর্তারা। এছাড়া ওডেসাতে রাশিয়ান মিসাইলগুলি খাদ্য গুদাম পুড়িয়ে দিয়েছে। ইউক্রেনের আরও কয়েকটি অঞ্চলে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন যে, তারা কিয়েভে অসংখ্য বিস্ফোরণের শব্দ শুনেছেন। স্থানীয় কর্মকর্তারা দাবি করেছেন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার হামলা প্রতিহত করেছে। যদিও কিয়েভের বেশ কিছু টার্গেটে মিসাইল হামলার খবর পরে নিশ্চিত হওয়া গেছে। কিয়েভের সোলোমিয়ানস্কি জেলায় বিস্ফোরণে তিনজন আহত হয়েছে এবং সোভিয়াটোশিন জেলায় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ার সময় আরও দু'জন আহত হয়েছে।
এদিকে গুরুত্বপূর্ণ বাখমুতেও গোলাবর্ষণ বৃদ্ধি করেছে রুশ সেনারা। শহরটির প্রায় ৯৫ শতাংশই এখন মস্কোর দখলে। ১৯৪৫ সালে নাৎসিদের বিরুদ্ধে রুশ সেনাদের বিজয়ের ৭৮ বছর পূর্ণ হবে ৯ই মে। সেই ঐতিহাসিক দিনটিকে সামনে রেখে বাখমুত দখলের চেষ্টা করছে রুশ সেনারা। যদিও বাখমুতের যে সামান্য অংশ ইউক্রেনের দখলে রয়েছে তাই প্রতিরোধ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় সেনারা।
লবণ ও নানা গুরুত্বপূর্ণ খনির শহর হিসাবে পরিচিত বাখমুত। তবে এই শহরটি গুরুত্বপূর্ণ অন্য কারণে। এটি ইউক্রেনের প্রতিরক্ষার প্রধান দুর্গ হিসেবে কাজ করছিল। শহরটি রক্ষায় ইউক্রেন সর্বশক্তি প্রয়োগ করে। এখন বাখমুতের পতন হলে রাশিয়া সহজেই ইউক্রেনের আরও পূর্ব দিকের শহরগুলো দখলের সুযোগ পাবে। স্লোভিয়ানস্ক ও ক্রামাতর্স্কের মতো শহরগুলো দখলে বাখমুতকে ঘাঁটি হিসেবে ব্যবহার করতে পারবে রুশ যোদ্ধারা।