ইউক্রেনের পালটা হামলা ঠেকাতে ‘সব কিছু করছে’ রাশিয়া: জেলেনস্কি

ইউক্রেনের পালটা হামলা ঠেকাতে ‘সব কিছু করছে’ রাশিয়া: জেলেনস্কি

প্রথম নিউজ, ডেস্ক : ইউক্রেনের দক্ষিণ ও পূর্বে কিয়েভ বাহিনীর পালটা হামলা ঠেকাতে রাশিয়ার তার সব শক্তি প্রয়োগ করছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

শুক্রবার এ বিষয়ে ইউক্রেনীয় বাহিনীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। খবর আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, রুশ বাহিনীকে পেছনে ঠেলে দেওয়ার জন্য ইউক্রেনের বহুল প্রত্যাশিত অভিযানটি প্রত্যাশার চেয়ে অনেক ধীরগতিতে এগিয়ে চলেছে। যদিও যুদ্ধক্ষেত্রে ইউক্রেন নতুন নতুন অগ্রগতির দাবি করছে।

জেলেনস্কি বলেন, ‘আমাদের সবাইকে স্পষ্টভাবে বুঝতে হবে। দক্ষিণ ও পূর্বাঞ্চলে রুশ বাহিনী আমাদের যোদ্ধাদের থামাতে তাদের সব কিছু বিনিয়োগ করছে। তার পরও আমরা এগিয়ে যাচ্ছি।’

তিনি আরও জানান, প্রতিবেশী বেলারুশের নিরাপত্তা পরিস্থিতির নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন তিনি। এগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে এখানে বড় ধরনের হুমকি নেই।

তিনি বলেন, ‘এখন আমাদের পুরো ফোকাস ফ্রন্ট লাইনে।’

রাশিয়ার ওয়াগনার ভাড়াটে দল বেলারুশীয় সেনাদের প্রশিক্ষণের জন্য একটি চুক্তিতে পৌঁছেছে… এমন খবর প্রকাশ হওয়ার পর পর বেলারুশ সম্পর্কে ইউক্রেনের প্রেসিডেন্ট এমন মন্তব্য করেন।

বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে বলা হয়, অদূর ভবিষ্যতে সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখার ইউনিটগুলোকে প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা ভাগাভাগির জন্য একটি রোডম্যাপ তৈরি করতে ওয়াগনারের সঙ্গে একটি চুক্তি হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যায়, ওয়াগনার যোদ্ধারা রাজধানী মিনস্কের প্রায় ৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে আসিপোভিচি শহরের কাছে একটি প্রশিক্ষণ মাঠে বেলারুশিয়ান সেনাদের নির্দেশ দিচ্ছেন।

কীভাবে ওয়াগনার যোদ্ধারা বেলারুশের সামরিক প্রশিক্ষণে জড়িত হয়েছে মন্ত্রণালয় তা স্পস্ট করেনি। গত মাসে রাশিয়ান সামরিক নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ বন্ধ করার পর এই ভাড়াটে বাহিনীকে অভয়ারণ্যের প্রতিশ্রুতি দেয় বেলারুশ।