ইউএনও’র চড়ে কান ফাটলো আওয়ামী লীগ নেতার

গত বুধবার দুপুরে ফকিরহাটের বিশ্বরোড মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

ইউএনও’র চড়ে কান ফাটলো আওয়ামী লীগ নেতার
ইউএনও’র চড়ে কান ফাটলো আওয়ামী লীগ নেতার

প্রথম নিউজ, বাগেরহাট : ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেনের চড়ে কান  ফেটেছে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমানের। গত বুধবার দুপুরে ফকিরহাটের বিশ্বরোড মোড় এলাকায় এ ঘটনা ঘটে। মিজানুর রহমানকে প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কান থেকে রক্তক্ষরণ না থামায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়। ফকিরহাটের ইউএনও বিষয়টি অস্বীকার করলেও এ সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেজবুকে ভাইরাল হয়। জেলা প্রশাসক বলছেন একজন ইউএনও’র কাছে এমন আচরণ কাম্য নয়। শেখ মিজানের ছোট ভাই শেখ সিরাজুল ইসলাম জানান, দুপুরে শেখ মিজানুর রহমান তার গরুর খামারে যাবার পথে কাঁঠালতলা মোড়ে তার মোটরসাইকেলে থাকা ফুলঝাড ইউএনও’র গাড়িতে লাগে। 

এমন সময় ইউএনও’র গাড়ি চালক বাদশা আলম আমার ভাইকে ধমক দেয়। একপর্যায়ে ইউএনও গাড়ি থেকে নেমে লোকজনের সামনে মিজানুর রহমানকে চড়িয়ে কান ফাটিয়ে দেয়। এরপর মিজানুর রহমানকে জোর করে গাড়িতে তুলে পাইকপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে যায়। সেখানে তাকে গাড়িতে অবরুদ্ধ করে রেখে ইউএনও একটি অনুষ্ঠানে যোগ দেন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় জনগণ জড়ো হয়ে এর প্রতিবাদ করেন। 

প্রায় একঘণ্টা অবরুদ্ধ রাখার পরে মিজানুর রহমানকে ছেড়ে দেয়া হয়। এ ঘটনায় তিনি অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনোয়ার হোসেন লাঞ্ছিত করার ঘটনা অস্বীকার করে জানান, তার গাড়ির সঙ্গে মিজানুর রহমানের মেটরসাইকেলে ধাক্কা লাগলে তিনি তাকে গাড়িতে উঠতে বলেন। এ সময় মিজানুর রহমান গাড়িতে উঠতে অস্বীকার করেন। পরে ইউএনও নিজে গাড়ি থেকে নেমে তাকে তুলে নেন। তিনি আরও জানান, মিজানুর রহমানের পরিচয় পাওয়ার পর দুঃখ প্রকাশ করে ছেড়ে দেয়া হয়।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: