আড়াইহাজারে কাভার্ডভ্যানচাপায় দুই শিশু নিহত
আজ শুক্রবার সকালে ঢাকা-আড়াইহাজার সড়কের লেঙ্গুরদী উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রথম নিউজ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে আশ্রমে যাওয়ার পথে কাভার্ডভ্যানচাপায় দুই শিশু নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরও দুইজন। আজ শুক্রবার সকালে ঢাকা-আড়াইহাজার সড়কের লেঙ্গুরদী উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- ইরছা রানী বর্ধন (৭) ও বৃষ্টি বর্ধন (৫)। ইরছা রানী উপজেলার মনোহরদী গ্রামের সুজনের মেয়ে ও বৃষ্টি সুমন বর্ধনের মেয়ে। এসময় সুমন বর্ধন ও কার্তিক বর্ধন নামের আরও দুজন গুরুতর আহত হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেলে করে সুমন বর্ধন তার বাবা কার্তিক বর্ধন, মেয়ে বৃষ্টি বর্ধন ও ভাতিজি ইরছা রানী বর্ধনকে নিয়ে সোনারগাঁয়ের বারোদী আশ্রমে যাচ্ছিলেন। তারা লেঙ্গুরদী পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান চাপা দিলে ঘটনাস্থলে ইরছা রানী মারা যায়। বাকিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক বৃষ্টিকে মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা বলেন, নিহত দুই শিশুর মরদেহ তাদের স্বজনরা নিয়ে গেছেন। পুলিশ কাভার্ডভ্যানটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: