আসছে সালমান খানের ‘নো এন্ট্রি টু’

জনপ্রিয় কমেডি সিনেমা ‘নো এন্ট্রি’। এটি মুক্তি পেয়েছিল ২০০৫ সালে

আসছে সালমান খানের ‘নো এন্ট্রি টু’
আসছে সালমান খানের ‘নো এন্ট্রি টু’-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : জনপ্রিয় কমেডি সিনেমা ‘নো এন্ট্রি’। এটি মুক্তি পেয়েছিল ২০০৫ সালে। ‘নো এন্ট্রি’ মুক্তির ১৭ বছর পর আসছে এর সিক্যুয়েল। এর নাম হবে ‘নো এন্ট্রি টু’। এই সিনেমার মধ্য দিয়ে ফের একত্রিত হচ্ছেন সালমান খান, অনিল কাপুর এবং ফারদিন খান।

‘নো এন্ট্রি টু’ পরিচালনা করবেন আনিস বাজমী। প্রযোজক হিসেবে থাকছে সালমান খান ফিল্মস, বনি কাপুর এবং জি স্টুডিও।


ভারতীয় গণমাধ্যম পিংক ভিলা থেকে জানা যায়, আনিস বাজমি নিশ্চিত করেছেন তার পরবর্তী প্রজেক্ট ‘নো এন্ট্রি টু’।

পরিচালক বলেন, ‘আমার পরবর্তী সিনেমা ‘নো এন্ট্রি টু’। সম্প্রতি সালমান খানের সঙ্গে দেখা করেছি। তিনি স্ক্রিপ্টটি অনেক বেশি পছন্দ করেছেন। আমাকে সিনেমাটির কাজ শুরুও করতে বলেছেন। এমনকি বাকি দুই তারকারও স্ক্রিপ্ট পছন্দ হয়েছে। ইতিমধ্যেই ‘নো এন্ট্রি টু’- এর কাজ চলছে।’

৫০টিরও বেশি সিনেমা লেখা আনিস দর্শকদের প্রতিশ্রুতি দিয়েছেন ‘নো এন্ট্রি টু’ একটি দুর্দান্ত বিনোদনমূলক সিনেমা হতে চলেছে। তার লক্ষ্য ভালো কাজ এবং ভালো সিনেমা তৈরি করা।

‘নো এন্ট্রি’ মুক্তির পর সেটি ২০০৫ সালের সর্বোচ্চ আয়কারী সিনেমা ছিল। টেলিভিশনে বারবার সম্প্রচারের কারণে সিনেমাটি কয়েক বছর ধরে একটি ঘরোয়া নাম হয়ে উঠেছিল।


তবে এ ছবিতে নায়িকা চরিত্রে কাকে দেখা যাবে সে নিয়ে মুখ খুলেননি পরিচালক।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom