আল- আকসা মসজিদে ইসরাইলি সেনাদের তাণ্ডব, ৪২ ফিলিস্তিনি আহত

শুক্রবার ফিলিস্তিন রেড ক্রিসেন্ট এমন তথ্য জানিয়েছে।

আল- আকসা মসজিদে ইসরাইলি সেনাদের তাণ্ডব, ৪২ ফিলিস্তিনি আহত
আল- আকসা মসজিদে ইসরাইলি সেনাদের তাণ্ডব, ৪২ ফিলিস্তিনি আহত

প্রথম নিউজ, ডেস্ক: অধিকৃত পূর্ব জেরুসালেম শহরের আল-আকসা মসজিদে ইসরাইলি সেনাদের তাণ্ডবে কমপক্ষে ৪২ ফিলিস্তিনি আহত হয়েছেন। শুক্রবার ফিলিস্তিন রেড ক্রিসেন্ট এমন তথ্য জানিয়েছে। ফিলিস্তিন রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ বলেছে, পবিত্র রমজান মাসের শেষ জুমার দিন আল-আকসা মসজিদে ইসরাইলি সেনাদের তাণ্ডবে কমপক্ষে ৪২ ফিলিস্তিনি আহত হয়েছেন। এসব আহত ফিলিস্তিনিদের অধিকাংশই শরীরের উপরিভাগে আঘাত পেয়েছেন। এছাড়া গুরুতরভাবে আহত ২২ ফিলিস্তিনিকে হাসপাতালে নেয়া হয়েছে।

ইসরাইলি পুলিশ জানিয়েছে, দাঙ্গাকারীরা আগুন জ্বালালে ও পাথর ছুড়তে থাকলে ইসরাইলি পুলিশ আল-আকসা মসজিদে প্রবেশ করে। ওই দাঙ্গাকারীরা আল-আকসা মসজিদের ‘ওয়েস্টার্ন ওয়াল’ এলাকাতেও বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। ফিলিস্তিনের জেরুসালেম শহরে অবস্থিত এ আল-আকসা মসজিদের ‘ওয়েস্টার্ন ওয়াল’ হলো ইহুদিদের পবিত্র স্থান। তবে প্রত্যক্ষদর্শীরা বলেন, ইসরাইলি পুলিশ সদস্যরা টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়লে সঙ্ঘাতের সৃষ্টি হয়।

ইসরাইলি পুলিশ আরো বলেছে, তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। এদের মধ্যে দু’জন পাথর ছুড়েছে এবং একজন জনগণকে উস্কানি দিয়েছিল।

সূত্র : আল-জাজিরা

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom