প্রথম নিউজ, লালমনিরহাট: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু পরিচয়কে নির্বাসনে পাঠিয়ে সবার অংশ গ্রহণে আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। মঙ্গলবার (২২ এপ্রিল) রংপুর বিভাগের তিন জেলা গাইবান্ধা, লালমনিরহাট ও কুড়িগ্রামে প্রশিক্ষণ কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, প্রতিরোধ ভিত্তিক স্বাস্থ্য সেবাকে গুরুত্ব দিয়ে আগামী দশ বছরের মধ্যে একটি সুস্থ তরুণ প্রজন্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এছাড়া প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা পাঠক্রমে মানবিক মূল্যবোধকে প্রাধান্য দিয়ে সুনাগরিক আর নেতৃত্ব প্রদানে সক্ষম তারুণ্য গড়তে চাই। তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, যেকোনো মূল্যে আমাদের সুদৃঢ় ঐক্য ধরে রাখতে হবে। সকল অশুভ শক্তিকে পরাজিত করে ইস্পাত-দৃঢ় ঐক্যের ভিত্তিতে আমাদের এগিয়ে যেতে হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, যখন স্বৈরাচারের ভয়ে কেউ কথা বলতে সাহস পায়নি, তখন আওয়ামী লীগের রক্তচক্ষুকে উপেক্ষা করে সংস্কার প্রস্তাব দিয়েছিল বিএনপি। বিএনপি অন্য কোনো প্রক্রিয়ায় স্বৈরাচারের পরিবর্তন প্রত্যাশা করেনি। বরাবরই আমরা বলেছি, ফয়সালা হবে রাজপথে।
তারেক রহমান আরও বলেন, রাজনীতিতে ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে অদৃশ্য শক্তি, আরও সক্রিয় হচ্ছে ফ্যাসিবাদি ষড়যন্ত্রকারীরা। তাদের মোকাবেলা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যথায় ব্যর্থ হবে সব অর্জন। এ পর্যন্ত দেশের উন্নয়ন-অগ্রগতিতে যতো কাজ হয়েছে, এর ৭০ ভাগই হয়েছে বিএনপি আমলে। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপি জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছে, যদি সুষ্ঠু ভোটে ক্ষমতায় আসে ৩১ দফা বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, টেইক ব্যাক বাংলাদেশ-এর সামান্য একটি অংশ অর্জিত হয়েছে, সম্পূর্নভাবে এখনও আমরা অর্জন করতে সক্ষম হইনি। আমার দেশের মানুষ যখন তার রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে পারবে, যখন আমরা বলতে পারবো- এদেশের মানুষের অধিকার কম-বেশি প্রতিষ্ঠিত হয়েছে, মানুষের অর্থনৈতিক স্বাধীনতা যখন কমবেশি প্রতিষ্ঠিত হয়েছে, স্বাস্থ্য ব্যবস্থাকে যখন মোটামুটিভাবে আমরা প্রত্যেকের কাছে পৌঁছে দিতে পারবো, এই দেশের নারীদের ক্ষমতায়ন যখন আমরা করতে পারবো, এই দেশের বেকার সমস্যার কমবেশি সমাধান আমরা করতে পারবো, তখনই আমরা বলতে পারবো- ‘টেইক ব্যাক বাংলাদেশ’ কিছুটা হলেও বাস্তবায়ন হচ্ছে।
এর আগে প্রশিক্ষণ কর্মশালায় গাইবান্ধা, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় বিএনপি এবং অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের সাথে ‘প্রশ্নোত্তর পর্বে’ অংশ নেন তিনি। এসময় তৃণমূল নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের সরাসরি জবাব দেন তারেক রহমান।
বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটি—‘‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা ও জনসম্পৃক্তি’’ শীর্ষক এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।