আমার স্ত্রী মরেনি, হত্যা করা হয়েছে : আঁখির স্বামী
প্রথম নিউজ, ঢাকা : সেন্ট্রাল হসপিটালে ভুল চিকিৎসা ও কর্তৃপক্ষের প্রতারণায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন আলোচিত মাহবুবা রহমান আঁখি। তবে তার এই অকাল মৃত্যুকে সেন্ট্রাল হসপিটালের হত্যাকাণ্ড বলে অভিহিত করেছেন স্বামী ইয়াকুব আলী সুমন।
তিনি বলেন, আমার স্ত্রী মারা যায়নি, তাকে হত্যা করা হয়েছে।
রোববার (১৮ জুন) দুপুরে আঁখির মৃত্যু পরবর্তী প্রতিক্রিয়ায় ঢাকা পোস্টকে তিনি এসব কথা বলেন।
-সেন্ট্রাল হসপিটালে অস্ত্রোপচার বন্ধইয়াকুব আলী বলেন, আমার স্ত্রী ডা. সংযুক্তা সাহার ভিডিও দেখে নরমাল ডেলিভারি করাতে ঢাকা সেন্ট্রাল হসপিটালে আসে। যদিও কুমিল্লার ডাক্তার বলেছিল তার সিজার লাগবে। কিন্তু সেন্ট্রাল হসপিটালে এসে আমি প্রতারিত হয়েছি।
তিনি বলেন, আমার স্ত্রীর ভুল চিকিৎসায় জড়িত সেন্ট্রাল হসপিটালের প্রত্যেকের আমি বিচার চাই। সংযুক্তা সাহাও সেই দায় এড়াতে পারেন না।
আরও পড়ুন- বাঁচা-মরা আল্লাহর ইচ্ছা, আঁখি প্রসঙ্গে ডা. সংযুক্তা সাহা
এর আগে রোববার (১৮ জুন) দুপুর ১টা ৪৩ মিনিটে মৃত্যু হয় আঁখির। আর সোয়া দুইটার দিকে বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন আঁখির স্বামী সুমন। সকালে ঢাকা পোস্টকে তিনি জানান, রোগীর কোন ইমপ্রুভ হচ্ছে না, বরং অবনতির দিকে যাচ্ছে।