আমরা নাচ চালিয়ে যাব: ভিনিসিউস
প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক: দক্ষিণ কোরিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ব্রাজিল। ৪-১ ব্যবধানের বড় জয়ে প্রত্যেক গোল সাম্বা নাচে উদযাপন করেন নেইমার-ভিনিসিউস জুনিয়ররা। সেলেসাওদের ঐতিহ্যবাহী এই নাচকে প্রতিপক্ষের জন্য অসম্মানজনক বলে মন্তব্য করেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক আইরিশ ফুটবলার রয় কিন। তবে সমালোচকদের মন্তব্যে দমবে না সেলেসাওরা। ব্র্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিউস জুনিয়র বললেন, ‘নাচ চলবে।’ কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। তার আগে সংবাদ সম্মেলনে ‘সাম্বা ড্যান্স’ নিয়ে প্রশ্নের মুখোমুখি হন ভিনিসিউস। উত্তরে তিনি বলেন, ‘মানুষ কারোর সুখ দেখলে তাকে নিয়ে অভিযোগ করে। আর আমরা ব্রাজিলিয়ানরা সবসময়ই সুখে থাকি।’ ভিনিসিউস জানালেন, নাচের তালে তালে জয় উদযাপন করে ফাইনালে পৌঁছাতে চান তারা। তিনি বলেন, ‘ফুটবলের গুরুত্বপূর্ণ বিষয় হলো গোল। বিশ্বকাপে আমরা এবং আমাদের দেশের সবাই অনেক আনন্দে আছি। এখনো অনেক রকমের উদযাপন বাকি। আশা করি, আমরা আমাদের নাচ চালিয়ে যাব এবং এই ছন্দে ফাইনালে পৌঁছাবো।’
ভিনি বলেন, ‘আমাদের শান্ত থাকা উচিত। লক্ষ্যে স্থির থাকা দরকার। কারণ সমালোচকদের চেয়ে পক্ষের লোক বেশি আমাদের।’ ভিনিসিউসদের নাচের সমালোচনা নতুন বিষয় নয়। স্প্যানিশ লা লিগায় নাচের কারণে বর্ণবাদী আচরণের শিকার হন ভিনিসিউস, রদ্রিগো, এদের মিলিতাওরা। রিয়াল মাদ্রিদের হয়ে গোল উদযাপনের সময় ভিনিদের সাম্বা নাচকে প্রতিপক্ষের জন্য অসম্মানজনক দাবি করেছিলেন স্প্যানিশ ফুটবল এজেন্টদের সভাপতি পেদ্রো ব্রাভো। গত সেপ্টেম্বরে একটি স্প্যানিশ শো’তে তিনি বলেছিলেন, ‘ভিনিসিউস তার উদযাপনের মাধ্যমে প্রতিপক্ষকে সম্মান করছেন না।’ ভিনির আচরণকে বানরের সঙ্গেও তুলনা করেছিলেন তিনি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews