আবারও টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
জিম্বাবুয়ে সফরে টানা পঞ্চম ম্যাচে টস হারলো বাংলাদেশ দল
প্রথম নিউজ, ডেস্ক : জিম্বাবুয়ে সফরে টানা পঞ্চম ম্যাচে টস হারলো বাংলাদেশ দল। ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটিতে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে। সিরিজের প্রথম ম্যাচেও টস হেরে আগে ব্যাটিং করেছিল বাংলাদেশ।
এরই মধ্যে প্রথম ম্যাচ হেরে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। এই ম্যাচে তিনটি পরিবর্তন করেছে বাংলাদেশ দল।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে দ্বিতীয় ওয়ানডেতে মোসাদ্দেক হোসেন, লিটন দাস ও মোস্তাফিজুর রহমানের জায়গায় এসেছেন নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ। অর্থাৎ ব্যাটার একজন কমিয়ে বোলার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews