আন্দোলনে কৌশলগত অবস্থানে থাকতে হয়েছে : মিনু
প্রথম নিউজ, রাজশাহী : বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, বিএনপি জনগণকে নিয়ে অতীতের সব আন্দোলন করেছে, এখনও করছে এবং আগামীতেও করবে। আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণকে নিয়ে এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে করেছি। আর এ আন্দোলন করতে গিয়ে কখনও কখনও আমাদেরকে কৌশলগত অবস্থানে থাকতে হয়েছে। এই আন্দোলনের লক্ষ্য জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা।
শনিবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে উত্তরে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে মিজানুর রহমান মিনু লিখিত বক্তব্য পাঠ করেন।
সংবাদ সম্মেলন থেকে রাজশাহী মহানগর ও জেলার নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের তথ্য তুলে ধরে মিজানুর রহমান মিনু বলেন, গত ২৯ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত রাজশাহী জেলাতে ১১টি মামলায় ৭১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া নগরীর থানাগুলোতে (আরএমপি এলাকা) ৩৫টি মামলায় ৪৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে পুরোনো মামলায় আরও ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব মামলায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. শফিকুল হক মিলন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলার যুগ্ম আহ্বায়ক সৈয়দ শরিফুল ইসলাম মার্শাল, নগর কৃষক দলের আহ্বায়ক শরিফুজ্জামান শামিম, নগর যুবদলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রবিকে গ্রেপ্তার করা হয়েছে।
মিনু বলেন, বিএনপি দীর্ঘদিন জনগণের পাশে থেকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে আন্দোলন করেছে। বর্তমান আন্দোলনের সঙ্গে জনগণ আমাদেরকে সমর্থন জানিয়ে যাচ্ছে। একটি শ্রেণি ছাড়া দেশের সব জনগণ বাজারে গেলে দীর্ঘশ্বাস ছাড়ছে। মানুষ কি কিনবে? কি খাবে? দিশাহারা হয়ে যাচ্ছে। অপরদিকে সরকার তার দলীয় ব্যবসায়ীদের দিয়ে উর্দ্ধমূল্যে দাম বাড়িয়ে সাধারণ জনগণের টাকা লুট করে বিদেশে টাকা পাচার করছে। আমরা তাই আন্দোলনের মাধ্যমে বলতে চাই, অবিলম্বে দ্রব্যমূল্যের দাম কমাতে হবে।
তিনি আরও বলেন, পরিষ্কারভাবে জানাতে চাই পুলিশ বাহিনী রাষ্ট্রের বাহিনী। তারা কোনো দলের বাহিনী না। বিএনপির এই গণতান্ত্রিক আন্দোলনে বিএনপি মনে করে আগামী দিন থেকে পুলিশ গ্রেপ্তার বন্ধসহ রাজশাহীতে শান্তিপূর্ণভাবে আন্দোলনে সহযোগিতা করবেন। রাজশাহী মহানগর ও জেলা শান্তির নগরী। তাই এখানে বিএনপি গণতান্ত্রিকভাবে আন্দোলনে পুলিশ যেন কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার না করে এবং বানোয়াট মামলা প্রদান না করে। আমরা রাজশাহী মহানগর ও জেলার গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মীর মুক্তির দাবি করছি। একইসঙ্গে সকলের মামলা প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে বিএনপির নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশাসহ নগর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।