আখাউড়া স্থলবন্দর দিয়ে একদিনে যাত্রী আসা-যাওয়ায় রেকর্ড

যা গত দুই বছরের মধ্যে সবচেয়ে বেশি

আখাউড়া স্থলবন্দর দিয়ে একদিনে যাত্রী আসা-যাওয়ায় রেকর্ড
আখাউড়া স্থলবন্দর দিয়ে একদিনে যাত্রী আসা-যাওয়ায় রেকর্ড

প্রথম নিউজ, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে একদিনে যাত্রী আসা-যাওয়া করেছেন ১৪৭৭ জন। যা গত দুই বছরের মধ্যে সবচেয়ে বেশি। ঈদুল ফিতরকে সামনে সামনে রেখে এ সংখ্যা বেড়ে বলে জানিয়েছেন আখাউড়া ইমিগ্রেশন কর্মকর্তা। আখাউড়া ইমিগ্রেশন সূত্র জানায়, করোনাকালীন শুধু মেডিকেল, ব্যবসা ও কূটনৈতিক ভিসাধারীরা এ স্থলবন্দর ব্যবহার করে ভারত-বাংলাদেশে যাতায়াত করেছেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ভ্রমণ ভিসা চালু করা হয়েছে। চলতি মাসে ভ্রমণ ভিসাধারীদের জন্য স্থলবন্দর দিয়ে পারাপার শুরু হয়েছে।

ভারতে যাতায়াত অনেকটা সহজ হওয়ায় ভ্রমণপ্রিয়দের জন্য জনপ্রিয় আখাউড়া স্থলবন্দর। পবিত্র ঈদুল ফিতরে সরকারি দপ্তরগুলো টানা ৯দিন বন্ধ থাকায় অনেকে ভ্রমণভিসায় ভারতে যাচ্ছেন। পাশাপাশি চিকিৎসার জন্য প্রতিবেশী দেশে ভারতে যাচ্ছেন অনেকেই। তাই গত কয়েকদিন ধরে আখাউড়া স্থলবন্দরে যাত্রীদের চাপ বেড়েছে।

চট্টগ্রাম থেকে আসা অরবিন্দ বিশ্বাস নামের এক যাত্রী বলেন, ‘আমি পেশায় একজন আইনজীবী। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ঈদের আগে আদালতে শেষ দিন ছিল। তাই এ সুযোগে চিকিৎসা সংক্রান্ত কারণে ছেলেকে নিয়ে ভারতে যাচ্ছি।’ তিনি বলেন, ‘এ পথ দিয়ে সহজেই ভারতে যাওয়া যায়। যোগাযোগ ব্যবস্থাও ভালো। বিশেষ করে ট্রেন যোগাযোগ। তাছাড়া এ বন্দর দিয়ে আগরতলা গেলে বিমানেরও ব্যবস্থা আছে।’

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom