আওয়ামী লীগ উসকানি দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়: ডা. ইরান
প্রথম নিউজ, ঢাকা : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উসকানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছেন বলে মন্তব্য করেছেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।
বুধবার (১৮ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসায় বিদেশ প্রেরণসহ সরকার পতনের এক দফা দাবিতে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. ইরান বলেন, শাপলা চত্বর হত্যাকাণ্ড নিয়ে ওবায়দুল কাদেরের বক্তব্যই প্রমাণ করে ৫ মে সরকার নির্বিচারে আলেম ওলামাদের হত্যা করেছে। ওবায়দুল কাদেরের বক্তব্যই প্রমাণ করে অধিকারের আদিলুর রহমান প্রকাশিত রিপোর্ট সত্য। তারা হেফাজতের মতো গণতন্ত্রকামীদের ওপর বর্বর হত্যাযজ্ঞ চালিয়ে আন্দোলন দমাতে চায়। শান্তিপূর্ণ আন্দোলনে সরকার সাড়া না দিলে দেশে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হবে। বিএনপি ও সমমনা শক্তি শান্তিপূর্ণ সমাধান চায়। তাই বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন, পদযাত্রা, অবস্থান কর্মসূচি দিয়ে আসছে। সরকার জনগণের দাবি মেনে না নিলে ঘেরাও, অবরোধ, হরতালসহ কঠিন কর্মসূচি দেওয়া হবে।
শেখ হাসিনা সরকারের পতন খুবই নিকটে, এমন মন্তব্য করে ডা. ইরান বলেন, বিনাভোটের সরকারের বিদায়ঘণ্টা বেজে গেছে। এমপি-মন্ত্রীদের আবোল-তাবোল বক্তব্যই প্রমাণ করে মাফিয়া সরকারের পতন খুবই নিকটে।
কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম রাজু, মানবাধিকার সংরক্ষণ সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট জোহরা খাতুন জুঁই প্রমুখ।