অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন চায় ইইউ, সহিংসতা নিয়ে উদ্বেগ
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বাংলাদেশের উদ্দেশ্যে বার্তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন এবং সদস্য দেশগুলো।
প্রথম নিউজ, ডেস্ক: আজ (১৫ সেপ্টেম্বর) জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। ২০০৮ সাল থেকেই এই দিবসটি সারা বিশ্বে পালন করা হচ্ছে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বাংলাদেশের উদ্দেশ্যে বার্তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন এবং সদস্য দেশগুলো। এ নিয়ে ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসের একটি টুইট সদস্য দেশগুলোর ঢাকায় নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রদূতরাও টুইট করছেন। ইংরেজীতে পোস্ট করা ওই টুইটের বাংলা অর্থ দাঁড়ায়: কূটনৈতিক শিষ্টাচারের সাথে সামঞ্জস্য রেখে ইইউ এবং সদস্য রাষ্ট্রগুলো বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে সম্পৃক্ত। বিক্ষোভ-সম্পর্কিত সহিংসতা বৃদ্ধির বিষয়ে এবং আগামী সংসদ নির্বাচনের সময় অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ পরিস্থিতি নিশ্চিত করার প্রয়োজনীয়তার বিষয়ে ইইউ উদ্বেগ প্রকাশ করেছে।
উল্লেখ্য, ইতিমধ্যেই ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার, সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডে এবং নেদারল্যান্ডস এর রাষ্ট্রদূত অ্যান ভ্যান লিউয়েন উক্ত টুইটটি পোস্ট করেছেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews