অর্থ আত্মসাৎ দুদকের মামলায় দুই ব্যাংক কর্মকর্তার কারাদণ্ড
প্রথম নিউজ, ঢাকা : ভুয়া প্রতিষ্ঠানের নামে সোনালী ব্যাংকের মতিঝিল লোকাল শাখা থেকে ৯০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় দুই ব্যাংক কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে প্রাইম ব্যাংক মতিঝিল শাখার জুনিয়র অফিসার মির্জা কামরুল হাসানকে পাঁচ বছরের বিনাশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া সোনালী ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার আনিছুর রহমান সরকারকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড, ৩০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৪ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে নেওয়া হয়।
আদালত সূত্রে জানা যায়, ভুয়া প্রতিষ্ঠানের নামে সোনালী ব্যাংকের মতিঝিল লোকাল শাখা থেকে ৯০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সোনালী ব্যাংক ও প্রাইম ব্যাংকের সাত কর্মকর্তার বিরুদ্ধে ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর মতিঝিল থানায় মামলাটি করেন দুদকের উপ-পরিচালক শাহীন আরা মমতাজ।
মামলায় অভিযোগ করা হয়, সোনালী ব্যাংক লোকাল অফিসের গ্রাহক বেলহাছা একম অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেডের হিসাব থেকে মেসার্স কামাল এন্টারপ্রাইজ নামীয় অস্তিত্বহীন ভুয়া প্রতিষ্ঠানের নামে আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতি করে ৯০ লাখ টাকা আত্মসাৎ করে।
মামলাটি তদন্ত করে ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন কমিশনের সহকারী পরিচালক রফিকুল ইসলাম। এরপর ২০১৭ সালের ২৯ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত।