অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিতে বললেন মেয়র তাপস
আজ বুধবার ৭২ নম্বর ওয়ার্ডের আওতাধীন মান্ডা খালের শাপলা সেতুতে (গ্রীণ মডেল টাউন সংলগ্ন) দাঁড়িয়ে মান্ডা খালের সার্বিক চিত্র সরেজমিন পরিদর্শনের এস মেয়র এ কথা বলেন।
প্রথম নিউজ, ঢাকা: কথা ছিল মান্ডা খাল সংলগ্ন ব্রিজে দাঁড়িয়ে খালের অবস্থান দেখবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
আজ বুধবার ৭২ নম্বর ওয়ার্ডের আওতাধীন মান্ডা খালের শাপলা সেতুতে (গ্রীণ মডেল টাউন সংলগ্ন) দাঁড়িয়ে মান্ডা খালের সার্বিক চিত্র সরেজমিন পরিদর্শনের এস মেয়র এ কথা বলেন। স্থানীয় কাউন্সিলর সহ দক্ষিণ সিটির উর্ধ্বতন কর্মকর্তাগণ অবস্থান নিয়েছিলেন।
সবাইকে অবাক করে দিয়ে আবাসিক প্রজেক্টের রাস্তা দিয়ে খালের সীমান ধরে প্রায় এক কিলোমিটার হেঁটে গেলেন মেয়র তাপস। আনতে বললেন ড্রোন। ড্রোন অপারেটরের পাশে দাঁড়িয়ে ডিসপ্লেতে দেখতে থাকলেন খালের সীমানা। কোথায় পানি প্রবাহ ক্ষতিগ্রস্থ হয়েছে, কোথায় অবৈধ স্থাপনা গড়ে উঠেছে....বিষয়গুলো নিজেই দেখছিলেন মেয়র তাপস। পাশে ছিল খালের ম্যাপ, সেই ম্যাপ দেখেই ড্রোন ভিউয়ের সমন্বয় করে চিহ্নিত করে দিলেন খালের অবৈধ দখল অংশ।
এবার পাশে থাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিনকে উদ্দেশ্যে করে মেয়র তাপস বললেন, গাড়ি আনেন, অবৈধ সব গুঁড়িয়ে দেন। আজ এখনই এসব উচ্ছেদ করেন। মেয়রের নির্দেশনা পেয়ে প্রধান সম্পত্তি কর্মকর্তা সংশ্লিষ্ট কর্মকর্তাকে ফোন করে এক্ষুনি এসব উচ্ছেদে নির্দেশনা প্রদান করে। মেয়রের এমন তাৎক্ষণিক নির্দেশনা এলাকাবাসী উচ্ছ্বাস প্রকাশ করেন।
এসময় মান্ডা গ্রীন মডেল টাউনের শাপলা ব্রীজ সংলগ্ন এলাকা হতে জিরানী খালের দখলকৃত জায়গা সরেজমিন পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এক পর্যায়ে তিনি কাঁদা, মাটি মাড়িয়ে খালের জায়গা অবৈধভাবেই দখল করে বিভিন্ন স্থাপনা ও আশপাশের এলাকা ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা প্রদান করেন।
মেয়রের কার্যক্রম দেখতে আসা মান্ডা এলাকার প্রবীণ বাসিন্দা আব্দুস সোবহান বলেন, জীবনে কোন দিন এই খাল বিল পেরিয়ে এত ভিতরে কোন মেয়র আসেনি। আজই প্রথম এই মেয়র এখানে এসেছে। খালের প্রবাহ যেখানে নষ্ট হয়ে গেছে সেই পর্যন্ত এই মেয়র পায়ে হেটে এসেছে। আকাশে কি একটা উড়িয়ে খালের সীমান দেখে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে বলে দিলেন। এসব উচ্ছেদ হয়ে যদি খালের পানি প্রবাহ ফিরে আসে তাহলে আমাদের এলাকায় বর্ষার সময় আর জলাবদ্ধতা হবে না।
মেয়র এমন নির্দেশনা দিয়ে পূর্বে ঘোষিত কর্মসূচি অনুযায়ী কদমতলী, জুরাইন এলাকার জলাবদ্ধতা প্রবন এলাকা পরিদর্শনের উদ্দেশ্যে রওনা হোন। এসময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি, রাজস্ব, বর্জ্য ব্যবস্থাপকসহ করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews