অনায়াসে উইম্বলডনের সেমিফাইনালে আলকারাজ

অনায়াসে উইম্বলডনের সেমিফাইনালে আলকারাজ

প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক: অনায়াসেই উইম্বলডনের সেমিফাইনালে পৌঁছে গেলেন শীর্ষ বাছাই কার্লোস আলকারাজ। কোয়ার্টার ফাইনালে ২০ বছরের এই তরুণ ৭-৬ (৭-৩), ৬-৪, ৬-৪ ব্যবধানে হারালেন ডেনমার্কের তারকা হোলগার রুনকে। স্প্যানিশ এই তারকা ম্যাচ জিততে সময় নিলেন মাত্র ২ ঘণ্টা ২০ মিনিট।

প্রতিযোগিতার চূড়ান্ত লড়াই যত এগিয়ে আসছে, তত খেলা খুলছে আলকারাজের। প্রথম কয়েকটি ম্যাচে তাকে দেখে ঘাসের কোর্টে খুব একটা সুবিধাজনক মনে হয়নি। কিন্তু কোয়ার্টার ফাইনালে তাকে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন মেজাজে। ডেনমার্কের ২০ বছরের তরুণ হোলগার সমানে সমানে লড়াই করার চেষ্টা করলেন বটে। কিন্তু আলকারাজের ফিনিশিংয়ের কাছে হেরে গেলেন অনেকবার। বুধবারের ম্যাচে আলকারাজ ভুলও কম করলেন।

শেষ আটের লড়াইয়ে নামার আগে একটাই সমস্যা ছিল আলকারাজের। তার প্রতিপক্ষ, বিশ্বের ছয় নম্বর বাছাই হোলগার রুনক এক সময় আলকারাজের ডাবল পার্টনার ছিল। এ কারণে দু’জনই একে অপরের শক্তি এবং দুর্বলতা সম্পর্কে জানতেন। তবে, সেটা শেষ পর্যন্ত ম্যাচে খুব একটা প্রভাব ফেলতে পারনি।

ম্যাচে এক এবং ছয় নম্বরের পার্থক্যটা ভালোভাবেই ধরা পড়লো। প্রথম সেটে তীব্র লড়াই হল দু’জনের মধ্যে। খেলা চলল ১ ঘণ্টা ৫ মিনিট। কেউ কারও সার্ভিস ভাঙতে পারেননি। টাইব্রেকারে বাজিমাত করলেন আলকারাজ। গুরুত্বপূর্ণ এই সময়ে এসে প্রতিপক্ষকে দাঁড়াতে দিলেন না। ১-২ পয়েন্টে পিছিয়ে পড়েও জিতলেন ৭-৩ ব্যবধানে। প্রথম সেটে এগিয়ে যাওয়া পর বাকি দুই সেট জিততে খুব বেশি সময় লাগেনি আর আলকারাজের। দ্বিতীয় গেম ৬-৪ এবং তৃতীয় গেম্টে ৬-৪ ব্যবধানে জিতে নিলেন তিনি। শেষ গেম জিতেছেন মাত্র ৩৪ মিনিটের ব্যবধানে।

সেমিফাইনালে আলকারাজের প্রতিপক্ষ তৃতীয় বাছাই দানিল মেদভেদেভ। বুধবার উইম্বলডনের অন্য সেমিফাইনালে রাশিয়ার মেদভেদেভকে অবশ্য লড়াই করে জিততে হল। ২ ঘণ্টা ৫৮ মিনিটের লড়াইয়ে ৬-৪, ১-৬, ৪-৬, ৭-৬ (৭-৪), ৬-১ ব্যবধানে হারালেন অবাছাই ক্রিস্টোফার ইউব্যাঙ্কসকে।