অনিয়ন্ত্রিত চীনা প্রভাব ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে : হাস
হাস বলেন, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক ব্যবস্থার ওপর ভিত্তি করে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে উন্মুক্ত মানসিকতা ও ন্যাভিগেশনের স্বাধীনতায় বিশ্বাস করে।
প্রথম নিউজ, ঢাকা: চীনের নিয়ন্ত্রণহীন প্রভাব ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সার্বভৌমত্ব এবং কৌশলগত স্বায়ত্তশাসনকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। একথা বলেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস)- আয়োজিত তিনদিনের 'বে অফ বেঙ্গল' আলোচনার শেষ দিনে ঢাকার একটি হোটেলে হাস বলেন -''ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনা প্রভাব অস্থিতিশীলতা বৃদ্ধি করতে পারে এবং আমরা সম্মিলিতভাবে এই অঞ্চলে যে সমৃদ্ধি খুঁজছি তা বাধাগ্রস্ত করতে পারে। "
সিজিএসের নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের সঞ্চালনায় এই সেশনে বক্তব্য রাখেন কানাডার হাইকমিশনার লিলি নিকোলস, অস্ট্রেলিয়ান হাইকমিশনার জেরেমি ব্রুর এবং যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক।
হাস বলেন, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক ব্যবস্থার ওপর ভিত্তি করে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে উন্মুক্ত মানসিকতা ও ন্যাভিগেশনের স্বাধীনতায় বিশ্বাস করে। তিনি এও জানান, যুক্তরাষ্ট্র এই অঞ্চলে গণতন্ত্র, মানবাধিকার এবং সমৃদ্ধির প্রচারে বিশ্বাসী। রাষ্ট্রদূত মনে করেন, ''আমরা যখন ইন্দো-প্যাসিফিক অঞ্চলে আগামী কয়েক দশক ধরে আমাদের গতিপথ স্থির করার লক্ষ্যে এগোচ্ছি তখন গণপ্রজাতন্ত্রী চীনের (পিআরসি) প্রভাবে আমাদের লক্ষ্য হারানো উচিত নয়। '' হাস বলেন, ''বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, পিআরসির বিস্তৃত সামুদ্রিক উচ্চাকাঙ্ক্ষা সহ, এই অঞ্চলের গতিশীলতায় একটি নতুন যুগের ইঙ্গিত দিয়েছে। তারা উন্মুক্ত ইন্দো-প্যাসিফিকের দৃষ্টিভঙ্গিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। কর্তৃত্ববাদী শক্তিগুলি আন্তর্জাতিক বিষয়ে মৌলিক নিয়মগুলিকে পরিবর্তন করার চেষ্টা করছে।''
এই মুহূর্তে সতর্কতার সাথে পা ফেলতে হবে বলে মনে করেন মার্কিন রাষ্ট্রদূত। ইউক্রেনে রাশিয়ার নৃশংস ও বিনা উস্কানিতে আগ্রাসন বিশ্বনেতাদের চোখ খুলে দিয়েছে বলে মনে করেন তিনি।
হাসের মতে 'শুধু ইন্দো-প্যাসিফিক নয়, বিশ্বের সর্বত্র আমাদের নিজেদের আদর্শ থেকে বিচ্যুত হওয়া উচিত নয়। মার্কিন যুক্তরাষ্ট্র এক্ষেত্রে যোগ্য নেতৃত্ব হিসাবে নিজেকে পরিচালনা করবে। আমরা সংঘর্ষ চাই না। আমরা ঠাণ্ডা যুদ্ধ চাই না। উন্মুক্ত, নিরাপদ এবং সমৃদ্ধ বিশ্ব গড়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্র নিজের ভূমিকা পালন করে যাবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।