৬ দাবিতে ঢাকায় সিএনজি অটোরিকশা চালকদের মানববন্ধন
প্রথম নিউজ, ঢাকা : সিএনজিচালিত অটোরিকশা চালকদের জন্য রেজিস্ট্রেশন (ব্লু বুক) দেওয়া এবং বিআরটিএ নির্ধারিত দৈনিক জমা ৯০০ টাকা কার্যকরসহ ছয় দফা দাবিতে মানববন্ধন করেছেন সিএনজি অটোরিকশা চালকরা।
মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশাচালক ঐক্য পরিষদের আয়োজনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে দাবি জানানো হয়, মিটার ও নো পার্কিংয়ের নামে পুলিশ হয়রানি ও জরিমানা-মামলা বন্ধ এবং সড়ক পরিবহন আইন-২০১৮ ও বিধিমালা-২০২৩ এর চালক স্বার্থবিরোধী ধারাসমূহ সংশোধন করা। আইএলও কনভেনশন ৮৭ অনুযায়ী অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার দেওয়া। ঢাকা শহরের আয়তনের সঙ্গে সঙ্গতি রেখে আরও ১৫ হাজার সিএনজি অটোরিকশাচালকদের নামে অনুমোদন দিতে হবে।
এছাড়া সরকার অনুমোদিত ৫০০০ সিএনজি অটোরিকশার (ব্লু-বুক) রেজিস্ট্রেশন চালকদের না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগর থেকে কোনো সিএনজি অটোরিকশা (প্রাইভেট বা জেলা) বন্ধ বা উচ্ছেদ না চালানো।
এছাড়া বিআরটিএর নির্ধারিত ঢাকা মেট্রো সিএনজি অটোরিকশার দৈনিক জমা ৯০০ টাকা অবিলম্বে কার্যকর করে প্রশাসন কর্তৃক মিটার মামলাসহ সব ধরনের চালক হয়রানি বন্ধ করা এবং পার্কিংয়ের জন্য পর্যাপ্ত স্থান নির্ধারণ না করে নো পার্কিং মামলা বন্ধ করা।
Jagonews24 Google News Channelজাগোনিউজের খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।
লেন অথবা বাইলেন করে মহাসড়কে সিএনজি চলাচল করতে দেওয়া এবং সড়ক পরিবহন আইন ২০১৮ এবং বিধিমালা ২০২৩ এর শ্রমিক স্বার্থবিরোধী ধারা ও বিধি বাতিল করার দাবি জানিয়েছেন চালকরা।